হু হু করে নামছে পারদ, আজ ৪ জেলায় ভারী বর্ষণ, বাংলা কাঁপানো ঝড়বৃষ্টি টানা চলবে...
আজকাল | ১৯ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: একটানা ঝড়বৃষ্টির সম্ভাবনা বাংলা জুড়ে। কোথাও কোথাও আবার ভারী বর্ষণের বড় অ্যালার্ট জারি। মে মাসে তীব্র দাবদাহ থেকে আপাতত মিলবে রেহাই। একটানা স্বস্তির আবহাওয়া থাকবে সব জেলায়। আরও কমবে তাপমাত্রার পারদ।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী তিনদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রার পারদ আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে। তারপর চারদিন তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না।
সপ্তাহের শুরুতেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ সকাল থেকে আকাশ আংশিক মেঘলা। এদিন বেলা থেকেই স্বস্তির আবহাওয়া বজায় থাকবে। আজ দক্ষিণবঙ্গের সব জেলায় ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি টানা চলবে। আগামী চারদিন অধিকাংশ জেলাতেই হলুদ সর্তকতা রয়েছে। সোমবারের মতো মঙ্গলবারেও সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলায় আজ থেকে আগামী সাতদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়া বইবার পূর্বাভাস রয়েছে। আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামিকাল, মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।