শুক্রবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে, আবহাওয়ার আপডেট
আজ তক | ১৯ মে ২০২৫
বৃষ্টির জেরে কলকাতার তাপমাত্রায় টান পড়েছে বেশ খানিকটা। শহরের গরমে খানিকটা স্বস্তি মিলেছে রাজ্যবাসীর। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী ২-৩ দিন শহরের আকাশ আংশিক মেঘলা থাকবে। দুপুরের পর দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহের শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে রাজ্যের বিভিন্ন এলাকায় ফের বৃষ্টির দাপট দেখা যেতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, হরিয়ানা থেকে উত্তর-পূর্ব অসম পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এই অক্ষরেখার প্রভাব পড়ছে উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর বাংলাদেশের ওপর।
এছাড়াও উত্তরপ্রদেশ, হরিয়ানা, তেলেঙ্গানা ও অসমে একাধিক ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। যার ফলে বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। শুধু তাই নয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের একটি ঘূর্ণাবর্ত বর্তমানে দক্ষিণ-পশ্চিম দিকে সরে যাচ্ছে। এর জেরে বৃষ্টির সম্ভাবনা আরও বেড়েছে।
উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
শুক্রবার পর্যন্ত এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে। ফলে পাহাড়ি এবং সমতল— দুই অঞ্চলেই বৃষ্টির প্রকোপে ভোগান্তির আশঙ্কা থাকছে।
তাপমাত্রা আরও নামতে পারে
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। এতে গ্রীষ্মের দাবদাহের মধ্যে খানিকটা স্বস্তি মিলবে রাজ্যবাসীর কাছে।
সতর্কতা জারি
আবহাওয়া দফতরের তরফে সতর্কবার্তা জারি করে বলা হয়েছে, বৃষ্টির সময় বজ্রপাত এড়াতে খোলা জায়গায় না থাকতে। জলাবদ্ধতা এবং বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত সমস্যাও দেখা দিতে পারে। তাই বাসিন্দাদের সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।