• আজ উত্তরবঙ্গ সফরে মমতা
    দৈনিক স্টেটসম্যান | ১৯ মে ২০২৫
  • আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে কলকাতা থেকে বাগডোগরার উদ্দেশে রওনা দেবেন তিনি। মমতার এই তিন দিনের উত্তরবঙ্গ সফর বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। মূলত প্রশাসনিক উদ্দেশ্যে এই সফর হলেও রাজনৈতিকভাবেও এর গুরুত্ব অপরিসীম।

    সোমবার বিকেলে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে উত্তরবঙ্গের শিল্পপতিদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। এ বারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে উত্তরবঙ্গের পর্যটন, হস্তশিল্প ও ক্ষুদ্র শিল্পের সম্ভাবনার দিকটি গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছিল। সেই সূত্রেই প্রথম বার উত্তরবঙ্গে ‘সিনার্জি’ সম্মেলনের আয়োজন করেছে রাজ্য সরকার। উত্তরবঙ্গের শিল্পোদ্যোগীদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের পরামর্শ নিতে চান মমতা। পাশাপাশি তাঁদের সমস্যাগুলিও সমাধান করার চেষ্টাও করবেন তিনি। শিল্পের বিষয়ে আগামী দিনের রূপরেখা তৈরি করে দিতে পারেন মুখ্যমন্ত্রী। সফরের দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার ডাবগ্রামের ভিডিওকন গ্রাউন্ডে আয়োজিত হবে পরিষেবা প্রদান অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে শিলিগুড়ি, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের মানুষের হাতে সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেবেন মমতা। পাশাপাশি এই অনুষ্ঠান থেকেই কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন তিনি। সফরের শেষ দিন বুধবার উত্তরকন্যা অডিটোরিয়ামে উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করবেন মমতা। বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের বিভিন্ন দপ্তরের মন্ত্রী, জেলাশাসক ও প্রশাসনিক পদস্থ আধিকারিকরা। ২২ মে কলকাতায় ফিরে আসবেন মুখ্যমন্ত্রী।

    ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরকে বেশ গুরুত্ব দিয়ে দেখতে চাইছে রাজনৈতিক বিশ্লেষকরা। উত্তরবঙ্গের মানুষের জন্য বেশ কিছু উন্নয়নমূলক ঘোষণা করে সেখানকার বেশিরভাগ মানুষের সমর্থন আদায় করতে চাইছেন মমতা। সেই কারণে মুখ্যমন্ত্রীর এই সফরের আগে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি।

    আগের তুলনায় উত্তরবঙ্গের আটটি জেলায় গত কয়েক বছরে তৃণমূল নিজেদের জনসমর্থন বাড়িয়েছে। গত লোকসভা নির্বাচনে শুধুমাত্র কোচবিহার আসন দখল করতে পেরেছিল তৃণমূল। কিন্তু তারপর থেকে উপনির্বাচনে জয় পেয়েছে শাসকদল। ধীরে ধীরে সংগঠন বৃদ্ধির কাজও বেড়েছে। আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলালের পরে সম্প্রতি প্রাক্তন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রাক্তন রাষ্ট্রমন্ত্রী জন বার্লা তৃণমূলে যোগদান করায় উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করেছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)