• তমলুকে সমবায় নির্বাচনে তৃণমূল ও বিজেপি প্রার্থীর ধস্তাধস্তি
    দৈনিক স্টেটসম্যান | ১৯ মে ২০২৫
  • সমবায় ভোট ঘিরে উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। তমলুক টাউন ক্রেডিট কোঅপারেটিভের নির্বাচনকে কেন্দ্র করে রবিবার ব্যাপক উত্তেজনা ছড়ায় তমলুকের শালগেছিয়া হাই স্কুলে। বিজেপি প্রার্থী সুরজিৎ বেরা ও তৃণমূল নেতা চঞ্চল খাঁড়ার অনুগামীদের মধ্যে ব্যাপক গণ্ডগোল শুরু হয়। দুই নেতাও তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। শুরু হয়ে যায় ধস্তাধস্তি। ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই তৃণমূলের বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলে বিজেপি। এরপর দুই পক্ষই চিৎকার করতে থাকে। শুরু হয় হাতাহাতি। ঘটনাস্থলে পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নির্বাচন নিয়ে বিনা কারণে উত্তেজনা ছড়ানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।

    রবিবার তমলুক টাউন ক্রেডিট কোঅপারেটিভ ব্যাঙ্কের নির্বাচনে ৫৮টি আসনের মধ্যে ৪৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়। ১৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে রাজ্যের শাসকদল। ভোটগ্রহণ শুরু হতেই বিজেপি প্রার্থী সুরজিৎ বেরা ও তৃণমূল নেতা চঞ্চল খাঁড়ার মধ্যে গণ্ডগোল শুরু হয়। যদিও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, সুরজিৎ তৃণমূল নেতার বিরুদ্ধে পুলিশের কাছে নালিশ করেছিলেন। এরপরই পদক্ষেপ নেয় পুলিশ।
    বিজেপি প্রার্থী সুরজিতের অভিযোগ, ভোটগ্রহণ শুরু হওয়ার পরে নির্বাচনের আদর্শ আচরণবিধি ভেঙে তৃণমূল নেতা চঞ্চল খাঁড়া বার বার বুথে ঢুকছিলেন। তাঁর কাছে কোনও পরিচয়পত্রও ছিল না। অনুগামীদের নিয়ে বারবার বুথের ভিতর ঢুকে যাচ্ছিলেন তিনি। এই নিয়ে প্রতিবাদ করতেই শুরু হয় গণ্ডগোল। এরপর পুলিশের হস্তক্ষেপে বুধ থেকে সকলে সরানো হয়েছে। তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে দাদাগিরি করার অভিযোগ তুলেছেন সুরজিৎ। যদিও বিজেপি নেতৃত্বে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। শাসকদলের অভিযোগ, নির্বাচনে হার নিশ্চিত জেনে বিনা কারণে অশান্তি পাকানোর চেষ্টা করছেন বিরোধীরা।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)