• কাঠের গুদামে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি, মাথায় হাত ব্যবসায়ীর
    প্রতিদিন | ১৯ মে ২০২৫
  • সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ভস্মীভূত কাঠের গুদাম। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার সাতগাছিয়ার বিবিরহাটে ব্যাপক চাঞ্চল্য। কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলেই মনে করা হচ্ছে। তার ফলে স্বাভাবিকভাবেই মাথায় হাত ব্যবসায়ীর। কীভাবে আগুন লাগল, তা স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

    ঘড়ির কাঁটায় সোমবার ভোর তিনটে হবে। সেই সময় আচমকাই দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার সাতগাছিয়ার বিবিরহাটের কাঠের গুদামে আগুন লেগে যায়। কাঠের গুদামে প্লাইউড থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আশপাশের বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। তিনটি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। ভোররাতে প্রচণ্ড শব্দে ঘুম ভাঙে স্থানীয়দের। তারপরই শুরু হয় জোর শোরগোল। আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। খবর দেওয়া হয় দমকলে। ফলতা, বেহালা ও অন্যান্য দমকল কেন্দ্র থেকে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। হতাহতের কোনও খবর নেই। তবে অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান। ওই গুদামে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। কাঠের গুদামে যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কিনা, তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা। 

    এর আগে কলকাতার ২২৪ নং এজেসি বোস রোডের একটি বহুতলের এসিতে আগুন লাগে। ৬ তলার বিল্ডিংয়ে একের পর এক এসি পুড়তে থাকে দাউদাউ আগুনে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে আগুন নেভাতে হিমশিম দশা হয় দমকল কর্মীদের। এজেসি বোস রোড সংলগ্ন ফ্লাইওভার থেকে জল ছুঁড়ে আগুন নেভাতে হয়। আরও দমকলের ইঞ্জিন সেখানে পৌঁছে কাজ শুরু করে। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
  • Link to this news (প্রতিদিন)