ট্রেন চলাচল মসৃণ করার লক্ষ্যে ইয়ার্ডের ত্রুটি সংশোধন হাওড়ায়
আনন্দবাজার | ১৯ মে ২০২৫
ট্রেন চলাচল উন্নত করার লক্ষ্যে সম্প্রতি পূর্ব রেলের হাওড়া ডিভিশন হাওড়া ছাড়াও ১৭টি গুরুত্বপূর্ণ স্টেশন এবং ইয়ার্ডে রেললাইনের ত্রুটি সংশোধন করেছে। প্রসঙ্গত, ব্যস্ততম ডিভিশন হিসাবে হাওড়ার অধীনে একাধিক স্টেশনে লাইনের সমস্যা রয়েছে। এর মধ্যে কিছু ক্ষেত্রে লাইনের ত্রুটিপূর্ণ নকশা, কিছু ক্ষেত্রে লাইন সামান্য বাঁকা থাকায় ট্রেনের গতি ব্যাহত হত। কোনও দুর্ঘটনা না ঘটলেও লাইনের কারণে ট্রেনের মসৃণ চলাচল থমকে যাচ্ছিল বলে অভিযোগ। এর পাশাপাশি, সমস্যা দেখা দিচ্ছিল যাত্রিবাহী ট্রেনের গতি বৃদ্ধির ক্ষেত্রেও। সার্বিক ভাবে এ সবের প্রভাব পড়ছিল ট্রেনের সময়ানুবর্তিতায়।
সমস্যার সুরাহায় রেলের পক্ষ থেকে হাওড়া-সহ মোট ১৭টি ইয়ার্ডের ৪৬টি জায়গায় লাইনের ত্রুটি সংশোধন করা হয়েছে। এই কাজের শুরুতে বিভিন্ন সমস্যা খুঁটিয়ে পর্যবেক্ষণ করে ১৩টি স্টেশনের ইয়ার্ড চিহ্নিত করা হয়। যার মধ্যে ছিল খাস হাওড়া ছাড়াও ব্যান্ডেল, জনাই রোড, জৌগ্রাম-সহ একাধিক স্টেশন। পরে এই কাজ করা হয় তালিত, খানা জংশন এবং গুসকরা স্টেশনেও। রেল সূত্রের খবর, এর পরের ধাপে হাওড়া স্টেশনে আরও সংস্কারের কাজের পরিকল্পনা করা হয়েছে।
রেল সূত্রে জানা যাচ্ছে, পুরনো বাঙালবাবু সেতুর জায়গায় নতুন ঝুলন্ত সেতু চালু হলে হাওড়া স্টেশনের একাধিক প্ল্যাটফর্মে প্রবেশের রেললাইন সোজা করা সম্ভব হবে। এর ফলে বর্তমানে যে সব প্ল্যাটফর্ম থেকে ২৪ কোচের ট্রেন চালানো যায় না, অনেকটাই দূর হবে সেই অসুবিধা। এর সঙ্গে হাওড়ামুখী ট্রেনের ক্ষেত্রে দৈর্ঘ্য অনুযায়ী প্ল্যাটফর্মও নির্দিষ্ট করা যাবে। চলতি বছরের মধ্যে ওই ঝুলন্ত সেতুর কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে জানিয়েছেন হাওড়ার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সঞ্জীব কুমার।