• নিজের নিরাপত্তা রক্ষীর উপর গুলি চালানোর অভিযোগ, গ্রেপ্তার করিমপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি...
    আজকাল | ১৯ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মত্ত অবস্থায় নিজের নিরাপত্তাকর্মীর দিকে গুলি চালানোর অভিযোগ। গ্রেপ্তার নদিয়ার করিমপুর ২ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি। অভিযুক্ত শাজিজুল হক শাহ ওরফে মিঠু বলে জানা গিয়েছে। সোমবার তাঁকে তেহট্ট আদালতে পেশ করা হবে। 

    সহ-সভাপতির বিরুদ্ধে অভিযোগ, রবিবার রাতে মত্ত অবস্থায় নিজের নিরাপত্তারক্ষী জাহাঙ্গির আলমকে লক্ষ্য করে তিনি গুলি ছোঁড়েন। গুলি লক্ষ্যভ্রষ্ট হয় এবং ভাগ্যক্রমে বেঁচে যান ওই নিরাপত্তারক্ষী। জাহাঙ্গির রাজ্য পুলিশের কনস্টেবল পদে কর্মরত। 

    গতকাল রাতেই পুলিশ অভিযুক্ত সহ-সভাপতিকে গ্রেপ্তার করে। জানা গিয়েছে, তল্লাশি চালিয়ে পুলিশ তিনটি বেআইনি আগ্নেয়াস্ত্র ও আট রাউন্ড গুলি উদ্ধার করেছে। হঠাৎ কী ঘটল এবং কেন শাজিজুল গুলি ছুঁড়লেন, তা খতিয়ে দেখছে পুলিশ। সেইসঙ্গে তদন্ত চালাচ্ছে উদ্ধার হওয়া বেআইনি অস্ত্র নিয়েও।
  • Link to this news (আজকাল)