আজকাল ওয়েবডেস্ক: ৫৯ নেতা, বিশিষ্টজনেরা যাবেন ৩২ দেশে। ভারতের বার্তা পৌঁছে দেবেন বিশ্বের প্রান্তে প্রান্তে। একটি প্রতিনিধি দলে নাম ছিল তৃণমূল কংগ্রেস সাংসদ ইউসুফ পাঠানের। তবে ইউসুফের নাম প্রত্যাহার করা হয়। তারপরেই জল্পনা শুরু হয়, গোটা ঘটনায় তৃণমূলের অবস্থান প্রসঙ্গে। যদিও সোমবার দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি স্পষ্ট করলেন দলের অবস্থান। সাফ জানিয়েদিলেন জাতীয় নিরাপত্তা, কেন্দ্রের বিদেশনীতিতে তৃণমূল কংগ্রেস পাশে রয়েছে কেন্দ্রের।
এদিন মমতা বলেন, প্রতিনিধির নাম ঠিক করতে পারে না তারা। দলকে জানানো হলে দল প্রতিনিধির নাম ঠিক করত। এটাই নিয়ম। দল নিশ্চয় প্রতিনিধির নাম পাঠাত। কিন্তু দলকে তা জানানো হয়নি। তবে গোটা ঘটনায় যে কোনও বিতর্কের অবকাশ নেই, বাংলার শাসক দল রয়েছে কেন্দ্রের সঙ্গে রয়েছে এবং তাতে কোনও দ্বিধা নেই, তাও স্পষ্ট করলেন মমতা।
সোমবার ইউসুফ প্রসঙ্গে বক্তব্য রাখেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিও। তিনি বলেন, ‘প্রতিনিধি চাওয়া উচিত ছিল পার্টির থেকে। পার্টি সিদ্ধান্ত নেবে কে যাবেন। বিজেপি ঠিক করে দিতে পারে না। তৃণমূল কংগ্রেস বয়কট করেনি। কিন্তু আমাদের থেকে আগে চাওয়া উচিত অনেক বিরোধী দল প্রথম থেকে সেটার বিরোধী অবস্থান নিয়েছে। কিন্তু তৃণমূল একেবারেই সেটা করেনি।‘
উল্লেখ্য, এর আগে জানা গিয়েছিল, সঞ্জয় কুমার ঝা-এর নেতৃত্বাধীন প্রতিনিধি দলে থাকবেন তৃণমূল কংগ্রেস সাংসদ ইউসুফ পাঠান। ওই দলে নাম রয়েছে অপরাজিতা সারঙ্গী (বিজেপি), ব্রিজ লাল (বিজেপি), জন ব্রিটাস (সিপিআই-এম), প্রদন বড়ুয়া (বিজেপি), হেমাঙ্গ জোশী (বিজেপি), প্রাক্তন মন্ত্রী খুরশিদ এবং প্রাক্তন কূটনীতিক মোহন কুমার। তাঁরা যাবেন ইন্দোনেশিয়া, মালেশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর।