• কাজ দেওয়ার নাম করে কিশোরীকে হোটেলে নিয়ে গেল যুবক, বাড়ি এসে সব খুলে বলল কিশোরী ...
    আজকাল | ১৯ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: কাজ দেওয়ার নামে হোটেলে নিয়ে ধর্ষণ। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার এক যুবক। জানা গিয়েছে ধৃতের নামে অরিন্দম গোলে। নিগৃহীতা একজন নাবালিকা এবং পুলিশ এই বিষয়ে পকসো আইনে মামলা রুজু করেছে। ধৃতকে আদালতে পেশ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার মিনাখাঁ থানা এলাকায়। 

    জানা গিয়েছে, মাস দুয়েক আগে মিনাখাঁ থানা এলাকার চৈতলে বাড়ি বছর সতেরোর এক কিশোরীর সঙ্গে অরিন্দমের আলাপ হয়। অরিন্দম দক্ষিণ মিনাখাঁ এলাকার বাসিন্দা। কিশোরীর পরিবার খুবই গরীব এবং সে অরিন্দমকে বলে একটা কাজের ব্যবস্থা করে দিতে। অভিযুক্ত তাকে একটি দোকানে কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দেয়।

    এরপর সে ওই কিশোরীকে একটি হোটেলে নিয়ে যায় এবং সেখানেই তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। এই ঘটনার পর ওই কিশোরী বাড়ি এসে সব কথা খুলে বললে রবিবার তার পরিবারের পক্ষ থেকে মিনাখাঁ থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ইতিমধ্যেই অরিন্দমকে গ্রেপ্তার করে পকসো আইনে মামলা শুরু করে। ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা।
  • Link to this news (আজকাল)