দুর্গাপুরে পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণে আহত নাবালক, মজুত ছিল প্রচুর বোমা
আজ তক | ১৯ মে ২০২৫
পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ফরিদপুর ব্লকে প্রচণ্ড বিস্ফোরণে কাঁপল গোটা গ্রাম। বিস্ফোরণের তীব্রতায় বাড়ির একাংশ ধসে পড়ে, উড়ে যায় ছাদের পুরো চাল। একটি পরিত্যক্ত বাড়িতে এই বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে। ঘটনায় জখম হয়েছে পাশের বাড়ির একটি ছেলে। বিস্ফোরণের শব্দে আতঙ্কে কাঁটা হয়ে যান গ্রামবাসীরা।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই পরিত্যক্ত বাড়িতে দীর্ঘদিন ধরেই বোমা মজুত ছিল এবং অসাবধানতাবশত সেগুলিই ফেটে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। কে বা কারা এই বিপজ্জনক সামগ্রী ওই বাড়িতে এনে রেখেছিল, তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহা থানার অন্তর্গত আরতি গ্রামের উত্তরপাড়া এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় লাউদোহা থানার পুলিশ। পুরো এলাকা ঘিরে ফেলা হয়। বিপজ্জনক এলাকা চিহ্নিত করা হয়। ঘটনাস্থলে জোরদার করা হয় পুলিশি নজরদারি।
স্থানীয়দের আশঙ্কা, বোমা মজুতের পিছনে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বা রাজনৈতিক উদ্দেশ্য লুকিয়ে থাকতে পারে। প্রসঙ্গত, আরতি গ্রামটি তৃণমূল কংগ্রেসের প্রভাবিত এলাকা হিসেবে পরিচিত। এখানে বহুদিন ধরেই দলের একাধিক গোষ্ঠীর মধ্যে কোন্দল লেগে রয়েছে। স্থানীয় এক তৃণমূল শ্রমিক সংগঠনের নেতার বাড়ি বিস্ফোরণের জায়গার একদম কাছেই অবস্থিত, যা তদন্তে নতুন দিক উন্মোচন করতে পারে। স্থানীয় সূত্রে খবর, তৃণমূলের বিভিন্ন গোষ্ঠী প্রভাব বিস্তারের জন্য প্রায়ই নিজেদের শক্তি প্রদর্শন করে থাকে। এই বিস্ফোরণের পিছনে সেই রাজনৈতিক প্রতিযোগিতার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, তবে বিস্ফোরণের প্রকৃত কারণ ও দায়ী ব্যক্তিদের সম্পর্কে এখনও পর্যন্ত কিছু নিশ্চিতভাবে জানা যায়নি।