সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ, কড়া বার্তা জলপাইগুড়ি জেলা পুলিস সুপারের
বর্তমান | ১৯ মে ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: কোনও পুলিস কর্মী বা কোনও সিভিক ভলান্টিয়ার যদি অন্যায় করেন, কোনওভাবেই তাঁদের রেয়াত করা হবে না। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। সোমবার সাফ জানালেন জলপাইগুড়ি জেলা পুলিস সুপার উমেশ খণ্ডবাহালে। ট্রাফিক পোস্টে সিভিকের হাত পেতে টাকা নেওয়ার ভাইরাল ভিডিওর পরিপ্রেক্ষিতে তিনি এই বার্তা জানান।গত শুক্রবার জলপাইগুড়ি শহরের পোস্ট অফিস মোড়ে ডিউটি করার সময় বেআইনিভাবে এক মোটর সাইকেল আরোহীর কাছ থেকে এক সিভিক ভলান্টিয়ার টাকা নিচ্ছেন, এমন ভিডিও ভাইরাল হতেই আলোড়ন ছড়ায়। ঘটনাটি জানতে পেরেই কড়া পদক্ষেপ করেন জেলা পুলিস সুপার। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে কাজ থেকে বরখাস্ত করা হয়। সেই সঙ্গে ঘটনার সময় জলপাইগুড়ি পোস্ট অফিস মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা এএসআইকে সাসপেন্ড করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে।সোমবার জেলা পুলিস লাইনে আয়োজিত এক কর্মসূচিতে যোগ দিতে এসে পুলিস সুপার উমেশ খন্ডবাহালে বলেন, "জলপাইগুড়ি জেলা পুলিস সবসময় জনগণের জন্য কাজ করে। এর মধ্যে যদি কোনও পুলিস কর্মী বা সিভিক ভলান্টিয়ার অন্যায় কাজ করে থাকেন, সেক্ষেত্রে আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করি। টাকা নেওয়ার অভিযোগ ওঠায় সিভিক ভলান্টিয়ারকে কাজ থেকে বরখাস্ত করা হয়েছে এবং ঘটনার সময় ওই এলাকায় ডিউটিতে থাকা এএসআইকে সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।"পোস্ট অফিস মোড় ছাড়াও, ধূপগুড়িতেও এক পুলিস কর্মীর টাকা নেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। এনিয়ে এসপি জানান, ওই ক্ষেত্রেও পদক্ষেপ করেছি আমরা।