• দৃষ্টি শক্তির চ্যালেঞ্জ জয় করে এভারেস্ট শীর্ষে ভারতীয় কন্যে, সঙ্গী কলকাতা পুলিসের কর্মী
    বর্তমান | ১৯ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পর্বতারোহণের ইতিহাসে স্বর্ণাক্ষরে নিজের নাম লিখে দিলেন ছোনজিন আংমো। স্বচক্ষে এভারেস্ট দেখা না হলেও, তা জয় করলেন ২৭ বছরের ভারতীয় কন্যে। হিমাচল প্রদেশের এই অদম্য সাহসী তরুণী ভেঙে দিলেন ‘ভিজ্যুয়াল ব্লাইন্ড’ হওয়ার সমস্ত বেড়াজালকে। আজ, সোমবার এভারেস্টের চূড়া জয় করলেন তিনি। তবে একা নন, তাঁর সঙ্গে ছিলেন কলকাতা পুলিসের এক কর্মী লক্ষ্মীকান্ত মণ্ডলও। যিনি বর্তমানে কলকাতা পুলিসের নগরপালের দেহরক্ষী হিসাবে নিযুক্ত।কলকাতা পুলিসের তরফে জানানো হয়েছে, এই পুরো অভিযানের দায়িত্বে ছিল একটি নেপালি ট্রেকিং সংস্থা। ছোনজিন আংমো ও লক্ষ্মীকান্তের সঙ্গে ছিলেন তেনজিং শেরপা (গেলবা), এবং গীতা সামোতা, সঙ্গে লাকপা শেরপাও।কলকাতা পুলিস সূত্রে খবর, লক্ষ্মীকান্ত এভারেস্ট-অভিযানে রওনা দিয়েছিলেন এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে। বর্তমানে তিনি কলকাতা পুলিসের নগরপালের দেহরক্ষী হিসাবে নিযুক্ত থাকায় যাত্রার প্রাক্কালে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন খোদ নগরপাল মনোজ ভার্মা-সহ পদস্থ অন্য অফিসারেরাও। আর সেই লক্ষ্মীকান্তের এভারেস্ট বিজয়ে খুশি পুলিস বাহিনীও।অন্যদিকে,  দৃষ্টি শক্তির চ্যালেঞ্জ জয় করে যেভাবে ছোনজিন এভারেস্টের চূড়ায় পৌঁছলেন তাকেও অসাধ্য সাধন জানিয়ে ধন্যধন্য করতে শুরু করেছে গোটা দেশবাসী। আপাতত তাঁদের সুস্থ অবস্থায় ফেরার দিকেই পথ চেয়ে রয়েছেন সকলে।
  • Link to this news (বর্তমান)