• এভারেস্টের শীর্ষে রাজ্য পুলিশের কনস্টেবল লক্ষ্মীকান্ত, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
    দৈনিক স্টেটসম্যান | ১৯ মে ২০২৫
  • এভারেস্ট শৃঙ্গ জয় করলেন রাজ্য পুলিশের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল। সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ ইতিহাসের পাতায় নাম তুলেছেন তিনি। বর্তমানে কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মার দেহরক্ষী হিসাবে নিযুক্ত রয়েছেন লক্ষ্মীকান্ত মণ্ডল। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে এভারেস্ট অভিযানে রওনা দিয়েছিলেন তিনি। সেই সময় তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন মনোজ বর্মা-সহ কলকাতা ও রাজ্য পুলিশের পদস্থ আধিকারিকেরা। লক্ষ্মীকান্তের এভারেস্ট জয়ের খবর পাওয়ার পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

    এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘লক্ষ্মীকান্ত মণ্ডলকে আমার আন্তরিক অভিনন্দন, যিনি পশ্চিমবঙ্গ পুলিশের আর্মড ব্যাটালিয়নের একজন সদস্য। সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ মাউন্ট এভারেস্ট সফলভাবে আরোহণ করেছেন। তাঁর অসাধারণ এই কীর্তি আমাদের বাহিনীর সাহস ও সংকল্পের উজ্জ্বল উদাহরণ। আমি গর্বিত যে লক্ষ্মীকান্ত মণ্ডল পশ্চিমবঙ্গ পুলিশের একজন সদস্য, যিনি বর্তমানে ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা হিসেবে নিয়োজিত, তিনি এমন একটি বিরল এবং উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছেন। আমি লক্ষ্মীকান্তের নিরাপদ অবতরণ এবং সকল প্রচেষ্টায় সফলতা কামনা করছি।’

    লক্ষ্মীকান্তের সঙ্গে এভারেস্টে উঠেছেন নেপালের দৃষ্টি প্রতিবন্ধী পর্বতারোহী ছোনজিন আংমোও। সোমবার এভারেস্টের শিখরে পা রেখেছেন আরও এক ভারতীয় গীতা সামোতা। সঙ্গী হিসাবে ছিলেন তেনজিং শেরপা (গেলবা) এবং লাকপা শেরপাও। অন্য দিকে, লোৎসে শৃঙ্গ থেকে নামার পথে মৃত্যু হয়েছে দুই পর্বতারোহীর। মৃতদের মধ্যে রয়েছেন ভারতের রাকেশ কুমার বিষ্ণোই (৩৯)। এছাড়াও মৃত্যু হয়েছে রোমানিয়ার পর্বতারোহী জসোল্ট ভাগোর। পর্বতের চূড়া থেকে নামার সময় তাঁদের মৃত্যু হয়।

    এর আগে গত বৃহস্পতিবার মাউন্ট এভারেস্ট জয় করে ফেরার পথে মৃত্যু হয়েছিল বাঙালি পর্বতারোহী সুব্রত ঘোষের (৪৫)। নদিয়ার রানাঘাটের বাসিন্দা সুব্রত বাগদার কাপাসাটি মিলনবিথী হাইস্কুলের শিক্ষক ছিলেন। এভারেস্টের হিলারি স্টেপের কাছে তাঁর দেহ উদ্ধার হয়। সেইদিনই মৃত্যু হয় ফিলিপিন্সের পর্বতারোহী ফিলিপি লুই স্যান্তিয়াগোর। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার পূর্ত (সড়ক) বিভাগের জাতীয় সড়ক সাব ডিভিশনের সহকারী বাস্তুকার সৌমেন সরকার এভারেস্ট জয় করেন। তিনি বর্ধমানের বাসিন্দা। ওই সপ্তাহেই রানাঘাটের কুপার্স ক্যাম্পের স্কুলের ইংরেজির শিক্ষিকা রুম্পা দাসও এভারেস্টের চূড়ায় পা রাখেন।

    সমাজমাধ্যমে লক্ষ্মীকান্ত মণ্ডলকে শুভেচ্ছা জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। তারা লিখেছে, ‘এভারেস্টের শীর্ষে আমাদের সহকর্মী লক্ষ্মীকান্ত! মনোবল এবং শক্তির কঠিনতম পরীক্ষায় আজ (সোমবার) সকাল সাড়ে আটটা নাগাদ এভারেস্ট শৃঙ্গ জয় করেছেন নেপালের দৃষ্টি প্রতিবন্ধী পর্বতারোহী ছোনজিন আংমো, পর্বতারোহণের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে দিয়েছেন নিজের নাম।…বিশেষভাবে অভিনন্দন আমাদের লক্ষ্মীকান্তকে। শৃঙ্গবিজয়ের তাঁর এই সফর থাকুক অব্যাহত!’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)