জনসাধারণের নিরাপত্তার জন্য পুলিশের নজরদারি আরও জোরদার করতে নিজের সাংসদ তহবিল থেকে ৩০ লক্ষ টাকা দিয়েছেন বর্ধমান–দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ। এর জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশের কমিশনার সুনীল চৌধুরী। শনিবার দুপুরে আসানসোল দুর্গাপুর পুলিশের ডেপুটি কমিশনার (পূর্ব) অফিসে সুনীলের হাতে এই অর্থ সাহায্য তুলে দিয়েছেন কীর্তি।
কমিশনার সুনীল চৌধুরি জানিয়েছেন, এই টাকা দিয়ে দুর্গাপুরে ৭৮, কোকওভেন থানায় ৬৭, কাঁকসায় ৬২, বুদবুদ থানা এলাকায় ১২ ও নিউটাউনশিপে ৩০টি সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। নজরদারির জন্য মোট ২৫১টি সিসিটিভি ক্যামেরা বসবে। এখনও পর্যন্ত আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় ১ হাজার ক্যামেরা লাগানো হয়েছে। এর ফলে অপরাধ দমন করতে খুবই সাহায্য হচ্ছে। পাশাপাশি মহিলাদের নিরাপত্তাও সুনিশ্চিত হচ্ছে। দুর্গাপুরে একটি সিসিটিভি কন্ট্রোল রুম হতে চলেছে। সেই রুম থেকে সব সিসিটিভি পরিচালনা করা হবে।
সাংসদ কীর্তি আজাদ জানিয়েছেন, তাঁর দাদা একসময় আইপিএস অফিসার ছিলেন। পরে গোয়েন্দা বিভাগের আধিকারিক হয়েছিলেন। তাঁর কাছ থেকেই বিভিন্ন ঘটনার কথা শুনেছিলেন কীর্তি। সেই সব ঘটনা শুনে তিনি শিহরিত হয়েছিলেন। তাই এ বার সুযোগ পাওয়ায় পুলিশের পাশে দাঁড়াতে চান তিনি।