জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাঁচ তলা ছাদের উপর বেশ কয়েকটি ঘর রয়েছে তারই একটি ঘরে হঠাৎই বিস্ফোরণ ঘটে, যে ঘরে বিস্ফোরণ (Blast) ঘটে, সেই ঘরটি ফাঁকা থাকত। টিটাগড় (Titagarh) পুরসভার চার নম্বর ওয়ার্ডে এক বহুতল আবাসনের চিলেকোঠায় বিকট বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়।
পাশের টালির বাড়ির ছাদও উড়ে গিয়েছে বলে খবর। তবে এখনও পর্যন্ত প্রাণহানির খবর নেই। দিনের শুরুতেই এমন ঘটনায় প্রবল আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিস ও বম্ব স্কোয়াড।সোমবার সকাল ৬টা ৪০ মিনিট নাগাদ টিটাগড় পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাঁশবাগান এলাকার বাসিন্দারা বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শুনতে পান।
প্রোমোটারের অনিল কুমার গুপ্তা অভিযোগ যে ঘরে বিস্ফোরণ হয়েছে সেই ঘরটি চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ রিয়াজ উদ্দিন ওরফে আরমান মন্ডল ভোটের সময় এই ঘরটি নিয়েছিলেন ভোটের কাজ করার জন্য তারপর থেকে তিনি আর ঘরের চাবি ফেরত দেননি।