সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শোনা যাচ্ছে বিখ্যাত গাড়ি প্রস্তুতকারক সংস্থা ফোর্ডের বর্তমান উত্তরাধিকারী হেনরি ফোর্ডের প্রপৌত্র আলফ্রেড ফোর্ড দিঘার জগন্নাথ মন্দির নিয়ে খোঁজখবর নিচ্ছেন। সংস্থার প্রতিষ্ঠাতা হেনরি ফোর্ডের প্রপৌত্র তিনি। আলফ্রেড খোঁজ নিচ্ছেন পুরীর মন্দিরের আদলে তৈরি জগন্নাথ দেবের দিঘার নতুন বাস কেমন হয়েছে! সেখানে কখন কত রকমের পুজো হয়, পুরীর মতোই কি সেখানে প্রহরে প্রহরে ভোগ হয়! সব শোনার পর এই মন্দিরে আসতে চেয়েছেন তিনি।
খবরটা চমকের তো বটেই, আনন্দেরও। কারণ এই সূত্রেই জানা গেল, আগামী ২৪ মে অন্তত ২০ জনের বিদেশি জগন্নাথ ভক্তদের একটি বড় দল আসতে চলেছে দিঘার জগন্নাথ মন্দিরে (Digha Jagannath Temple)। জানা যাচ্ছে, এমন অসংখ্য বিদেশি ভক্ত জগন্নাথ মন্দির নিয়ে রোজ প্রতি মুহূর্তে খোঁজখবর শুরু করেছেন। তাঁদের একটাই উদ্দেশ্য, জগন্নাথদেবের নতুন মন্দির ঘুরে দেখা। ইসকন এই মন্দিরের নিত্যপুজোর দায়িত্বে। ফলত, বিদেশ থেকে তাঁদের কাছেই এই মন্দির নিয়ে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন বিদেশি জগন্নাথ ভক্তরা।
শুধু মন্দিরই নয়, আশপাশের হোটেল, ভাল-পরিচ্ছন্ন থাকার জায়গা সম্পর্কেও খোঁজখবর চলছে বিদেশ থেকেও। ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস জানাচ্ছেন, পুরীর মন্দিরে বিদেশিরা যেতে পারেন না। কিন্তু পুরীর মন্দিরের আদলে তৈরি দিঘার বিরাট এই জগন্নাথ মন্দিরে (Digha Jagannath Temple) সেসবের বাধা নেই। তাঁর কথায়, “মন্দিরের উদ্বোধনের পর থেকে রবিবার পর্যন্ত ২০ লক্ষ মানুষ এসেছেন প্রভু জগন্নাথকে দেখতে। তাঁদের মধ্যে প্রায় ১৯০ জন এমন ভক্ত আছেন, যাঁরা ১৫০ দেশের প্রতিনিধি।” দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র পিটিআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, বিপুল পরিমাণে পর্যটক বাড়ছে দিঘায়। সবটাই প্রভু জগন্নাথের জন্য। মাথায় রাখতে হবে পরের মাসেই রথ। ফলে ওই সময়কে কেন্দ্র করে বঙ্গোপসাগরের তিরে আরও বেশি পর্যটক বা ভক্তদের সমাগম হতে চলেছে বলে মনে করা হচ্ছে। অন্য একটি সূত্রে খবর, দিঘায় এই পরিস্থিতিতে আরও বেশি করে পর্যটন ব্যবসায় লগ্নি আসতে পারে। তার জন্যও তথ্য-অনুসন্ধান চলছে বিভিন্ন মহলে। মন্দিরের কাছাকাছি থাকার জন্য পরিচ্ছন্ন, ভাল হোটেলের সংখ্যা আরও বাড়তে পারে।
ফলে আগামিদিনে বঙ্গোপসাগরের তিরে পর্যটন ব্যবসা ফুলেফেঁপে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। বাংলায় মায়াপুরে ইসকনের আন্তর্জাতিক সদর দপ্তরে ইসকনের বহু ভক্তের সমাগম হয় বছরভর। ইসকন কর্তৃপক্ষের মাধ্যমে তাঁদের একটি বড় অংশ এবার দিঘার জগন্নাথ মন্দির নিয়ে আগ্রহের কথা জানিয়েছেন। তাঁদের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস জানাচ্ছেন, এই প্রেক্ষিতেই ফোর্ডের উত্তরাধিকারী আলফ্রেড ফোর্ড দিঘার জগন্নাথ মন্দির নিয়ে খোঁজখবর নিয়েছেন। এই মার্কিনি প্রতি বছর ডিসেম্বর-জানুয়ারি নাগাদ ভারতবর্ষে কাটিয়ে যান। এবারও তাই আসার কথা। সেই সময়ই তাঁর দিঘায় আসার কথা বলে শোনা যাচ্ছে। বাংলা তো বটেই, ত্রিপুরা, বিহার বা ঝাড়খণ্ডের বহু মানুষ দিঘার জগন্নাথ মন্দির দর্শন ইতিমধ্যেই সেরে গিয়েছেন বলে জানাচ্ছেন রাধারমণ দাস। তাঁরা শুধু আসছেনই না, সকালে মন্দির খোলার এক ঘণ্টা আগে থেকে মন্দিরের বাইরে অপেক্ষা করছেন বলে জানাচ্ছে ইসকন কর্তৃপক্ষ।