• উষ্ণ ও আর্দ্র আবহাওয়া দক্ষিণবঙ্গে, বর্ষা আগমনে স্বস্তি ফিরবে কবে?
    প্রতিদিন | ১৯ মে ২০২৫
  • নিরুফা খাতুন: দেশে বর্ষা প্রবেশ ঘটেছে সদ্যই। তবে বাংলা সেই বরিষণ ধারা থেকে এখনও বঞ্চিত! আপাতত উষ্ণতা ও আর্দ্রতাই সঙ্গী বঙ্গবাসীর।আংশিক মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম ও অস্বস্তি জারি থাকবে। বেলা বাড়লে অস্বস্তি আরও বাড়বে বলে পূর্বাভাস শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে সোমবারও বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার পর্যন্ত।

    আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু নির্ধারিত দিনের পাঁচদিন আগেই, গত ১৩ মে নিকোবর দ্বীপপুঞ্জের সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামানসাগর এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে ঢুকে পড়েছিল। এবার  তা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে ক্রমশ এগোচ্ছে। পরিস্থিতি অনুকূল হলে আগামী তিন  থেকে চারদিনের মধ্যে মৌসুমী বায়ু দক্ষিণ আরব সাগরের কিছু অংশে এবং মলদ্বীপ ও কোমোরিন এলাকায় প্রবেশ করবে। দক্ষিণ বঙ্গোপসাগর ও মধ্য বঙ্গোপসাগরের আরও কিছু এলাকায় তা ঢুকতে পারে। মৌসুমী বায়ু উত্তরপূর্ব বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসবে।

    পাঞ্জাব থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত, যেটি হরিয়ানা ও রাজস্থানের উপর দিয়ে বিস্তৃত। বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর বাংলাদেশের উপর দিয়ে রয়েছে। উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং তেলেঙ্গানা ও অসমে সক্রিয় ঘূর্ণাবর্ত। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি সক্রিয় ঘূর্ণাবর্ত যেটি দক্ষিণ-পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে।

    আজ দক্ষিণবঙ্গে সকাল থেকে গরম ও অস্বস্তি। বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে। শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া। তাপমাত্রা সামান্য কমতে পারে। দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের।মঙ্গলবার থেকে ঝড়ের সম্ভাবনা শুধু পশ্চিমের জেলাগুলিতে বেশি থাকবে। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা বেশি।

    উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস। পার্বত্য পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে সব জেলাতেই চলবে ঝড়বৃষ্টি। তিনদিনের মধ্যে তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস বুধবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি ছয় জেলা ? জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পংয়ে। মঙ্গলবার ভারী বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে তীব্র ঝড়ের সম্ভাবনাও থাকছে।

    কলকাতা ঝড়বৃষ্টিতে রাত ও দিনের তাপমাত্রা নামল। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে। আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে গরম ও অস্বস্তি থাকবে। বিকেলে বা রাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির সম্ভাবনা। ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার পর্যন্ত। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬৪ থেকে ৯২ শতাংশ।
  • Link to this news (প্রতিদিন)