‘পরিশ্রমীদের পুরস্কার’, দলের সাংগঠনিক রদবদলে উত্থান-পতনের ‘ফর্মুলা’ বোঝালেন অভিষেক
প্রতিদিন | ১৯ মে ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্যই রাজ্যের শাসকদলে সাংগঠনিক রদবদল হয়েছে। স্বাভাবিকভাবেই সেখানে দলের কারও কারও গুরুত্ব বেড়েছে। আবার ক্ষমতা খুইয়েছেন কেউ কেউ। তবে সবটাই হয়েছে পারফরম্যান্সের ভিত্তিতে, দলের শীর্ষস্তরের সঙ্গে আলোচনা করে। নানাজনের উত্থানপতনের সহজ ‘ফর্মুলা’ বোঝালেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে অভিষেক বললেন, ”যাঁরা যোগ্য, যাঁরা পরিশ্রম করেছেন, তাঁদের দল পুরস্কৃত করেছে। এমনটা হয়েছে যে কেউ প্রচুর পরিশ্রম করেছেন, অথচ সেই জায়গায় আমরা হেরে গিয়েছি। কিন্তু তাঁদের পরিশ্রমের তো বিকল্প হয় না। তাই দল সেসব ব্যক্তিদের পুরস্কৃত করার যথাসাধ্য চেষ্টা করেছে। কাউকে জেলা স্তর থেকে রাজ্য স্তরে আনা হয়েছে। কাউকে নতুন পদে আনা হয়েছে।”
তৃণমূলের সাংগঠনিক রদবদলের মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বীরভূম ও কলকাতা উত্তরের পরিবর্তন। বীরভূমে সংগঠন চালানোর ভার সম্পূর্ণভাবে দেওয়া হয়েছে কোর কমিটিকে। অনুব্রত মণ্ডল-সহ ৭ সদস্যের কোর কমিটিই সব কর্মসূচি করবে, এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের শীর্ষ নেতৃত্বের তরফে। নির্দেশ মেনে রবিবার কোর কমিটির প্রথম বৈঠকও হয়েছে। কলকাতা উত্তরেও বীরভূমের ধাঁচে তৈরি হয়েছে কোর কমিটি। তাতে রয়েছেন ৯ সদস্য।
এনিয়ে অভিষেক বলেন, ”দেখুন, যেখানে যা পরিবর্তন করা হয়েছে, সবটাই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে এবং সকলের সঙ্গে আলোচনার ভিত্তিতে। মাস কয়েক আগে নেতাজি ইন্ডোরে দলের মহা সমাবেশে যে আলোচনা হয়েছিল, সেইমতোই সব করা হয়েছে। বীরভূম যেমন কোর কমিটির হাতে ছিল, অনুব্রত মণ্ডলও রয়েছেন তাতে। আর কলকাতা উত্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চেয়ারম্যান রেখে কোর কমিটি তৈরি হয়েছে। ৭ জন ছিলেন, তার সঙ্গে শ্রমিক সংগঠনের দুই নেতা ? স্বপন সমাদ্দার ও জীবন সাহাকে যুক্ত করা হয়েছে। সবে ৪৮ ঘণ্টা হল এসব রদবদল হয়েছে। তারাও বৈঠক করবেন।”
কারও কারও পদ যাওয়ায় তাঁরা ক্ষুব্ধ, দলে গুরুত্ব কমল বলে মনে করছেন। এনিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অভিষেকের মন্তব্য, ”যাঁরা দলের কাজে অবহেলা করেছেন, তাঁদের গুরুত্ব তো কমবেই। তবে সবাই মিলেই দলের কাজ করতে হবে। এখন ভাবলে হবে না, কে বাদ পড়ল আর কার গুরুত্ব বাড়ল।” অভিষেকের এই মন্তব্য থেকেই স্পষ্ট, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে একজোট হয়েই দলের কাজ করতে হবে এবং জয় আনতে হবে। পদের কথা ভাবলে হবে না।