• পারফর্ম্যান্সের ভিত্তিতে দলে রদবদল, যারা খেটেছে তাদের পুরস্কৃত করা হয়েছে: অভিষেক
    হিন্দুস্তান টাইমস | ১৯ মে ২০২৫
  • পারফর্ম্যান্সের ভিত্তিতেই রদবদল হয়েছে তৃণমূলে। আগামীতে এই রদবদল টাউন স্তর পর্যন্ত করা হবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই জানালেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি স্পষ্ট করেন, জেলা স্তরে তৃণমূলের সাম্প্রতিক রদবদল হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহমতিতে।

    এদিন অভিষেক বলেন, ‘রদবদল এখন জেলা স্তরে হয়েছে। পরে ব্লক স্তর থেকে শুরু করে টাউন স্তরে দলের মধ্যে আলোচনা করে সবার সাথে কথা বলে সবার পরামর্শ নিয়ে এগুলো আমরা করব। যেখানে যা পরিবর্তন হয়েছে সেটা আমাদের নেত্রীর অনুমোদনে। কোথায় কে থাকবে, কে না থাকবে, পারফর্ম্যান্সের ভিত্তিতে বিগত দিনে কী ভাবে তারা কাজ করেছে, অনেক জায়গায় অনেকে সাংসদ হয়ে গেছে। তাদের জেলাস্তর থেকে সরিয়ে রাজ্যে নিয়ে আসা হয়েছে। যারা হয়তো খুব ভালো চেষ্টা করেছে কিন্তু আশানুরূপ ফল করতে পারেনি তাদেরকেও আমরা পুরস্কৃত করেছি।’

    উত্তর কলকাতা ও বীরভূমের রদবদল নিয়ে তিনি বলেন, ‘উত্তর কলকাতা বা বীরভূমের ক্ষেত্রে নেতাজি ইনডোরে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সেখানে অনুব্রত মণ্ডলও থাকবেন। গতকাল কোর কমিটির মিটিংও হয়েছে বীরভূমে। উত্তর কলকাতার ক্ষেত্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যান রয়েছেন। তার সঙ্গে ৭ জন বিধায়ক ও শ্রমিক আন্দোলনের স্বপন সমাদ্দার ও জীবন সাহা তাদের ২ জনকে সংযোজিত করা হয়েছে। সবাই টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করবে। কিন্তু কার ক্ষমতা খর্ব হল, এটাকে এভাবে দেখা ঠিক নয়।’

    বীরভূমে কোর কমিটির মিটিং হলেও উত্তর কলকাতায় হল না কেন? জবাবে অভিষেক বলেন, ‘উত্তর কলকাতাতেও তৃণমূলের কোর কমিটির বৈঠক হবে। আসলে তৃণমূলের কাছে আপনাদের প্রত্যাশা এত বেড়ে গিয়েছে। যে আপনারা চান একটা কমিটি রিলিজ করার ২৪ ঘণ্টার মধ্যে একটা বৈঠক হবে।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)