• বিকাশ ভবনের সামনে আন্দোলনে সমস্যা আমজনতার, হাইকোর্টে গেলেন করুণাময়ীর বাসিন্দা
    হিন্দুস্তান টাইমস | ১৯ মে ২০২৫
  • হকের চাকরি সম্মানে ফেরানোর দাবিতে সল্টলেকের বিকাশ ভবনের সামনে লাগাতার অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন চাকরিহারা 'যোগ্য' শিক্ষকরা। ইতিমধ্যেই সেখানে বেশ কয়েকবার তুমুল উত্তেজনাও ছড়িয়েছে। এর ফলে আশপাশের বাসিন্দাদের সমস্যা হচ্ছে। এই মর্মে সমস্যার সমাধান চেয়ে এবার আদালতের দ্বারস্থ হলেন এক ব্যক্তি।

    সংবাদমাধ্যমে প্রকাশ, বিকাশ ভবনের সামনের পরিস্থিতির জেরে সাধারণ জনজীবন ব্যাহত হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন ওই ব্যক্তি। তিনি সল্টলেকের করুণাময়ী এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। এই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা রুজু করার আবেদন জানিয়েছেন ওই ব্যক্তি। একইসঙ্গে, জনস্বার্থের বিষয়টি মাথায় রেখে যাতে এই মামলার যাতে দ্রুত শুনানি করা হয়, সেই আবেদনও জানিয়েছেন তিনি।

    সংবাদমাধ্যমে উঠে আসা তথ্য অনুসারে - ওই ব্যক্তি কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের এজলাসে বিষয়টি নিয়ে মামলা রুজু করার অনুমতি চান। বিচারপতি সেন তাঁকে সেই অনুমতি দিয়েছেন। কিন্তু, মামলার দ্রুত শুনানি শুরু ও নিষ্পত্তি করার যে আবেদন জানানো হয়েছে, তা আদালত গ্রাহ্য করেনি।

    এই মামলার প্রেক্ষিতেই বিচারপতি সৌমেন সেন তাঁর পর্যবেক্ষণে বলেন, কলকাতা হাইকোর্টে প্রায় ৭০০ জনস্বার্থ মামলা বিচারাধীন অবস্থায় পড়ে রয়েছে, যার ৮০ শতাংশের সঙ্গেই কোনও জনস্বার্থ জড়িত নেই! বহু মামলাই শুধুমাত্র প্রচারে আসার জন্য রুজু করা হয়েছে!

    প্রসঙ্গত, ওই ব্যক্তি তাঁর আবেদনে আরও জানিয়েছেন, প্রতিদিনই বিকাশ ভবনের সামনে কোনও না কোনও ঘটনা ঘটছে। ফলে পথচলতি সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে। আমজনতার এই ভোগান্তির জন্য করুণাময়ীর ওই বাসিন্দা পুলিশের নিষ্ক্রিয়তাকেও দায়ী করেছেন বলে দাবি করা হচ্ছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)