• টিটাগড়ের বহুতলে বিস্ফোরণে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলার-সহ ৩
    এই সময় | ১৯ মে ২০২৫
  • টিটাগড়ের আবাসনে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলার। স্থানীয় কাউন্সিলার মহম্মদ রিয়াজউদ্দিন ওরফে আরমান মণ্ডলকে সোমবার গ্রেপ্তার করে টিটাগড় থানার পুলিশ। একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে আরশাদ খান ও মহম্মদ শাহরুখ নামে দুই যুবককে। সূত্রের খবর, তাঁরা আরমানের শাগরেদ। পুলিশ সূত্রে খবর, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।

    সোমবার সকাল ৬টা ৪৩ মিনিট নাগাদ টিটাগড়ের বাঁশবাগান এলাকার একটি আবাসন বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। খবর দেওয়া হয় টিটাগড় থানায়। পুলিশ সূত্রে খবর, কোনও হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু বিস্ফোরণের তীব্রতায় আবাসনের দেওয়ালে ফাটল ধরে যায়। উড়ে যায় ছাদের একাংশ। কংক্রিটের পাঁচিল ভেঙে পড়ে পাশের ঝুপড়িতে।

    এর পরই ফ্ল্যাটের প্রোমোটার অভিযোগ তোলেন, পাঁচ তলার ওই ফ্ল্যাটটি দীর্ঘ দিন ধরে জবরদখল করে রেখেছিলেন টিটাগড় পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার আরমান মণ্ডল। বার বার বলা সত্ত্বেও ফ্ল্যাটের ঘর ছাড়েননি। সেই ঘরে কোনও বিস্ফোরক ছিল কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।

    তবে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন কাউন্সিলার আরমান। যদিও শেষমেশ সে সব দাবিতে কাজ হয়নি। প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই গ্রেপ্তার করে পুলিশ।

  • Link to this news (এই সময়)