সরকারি কর্মীদের ডিএ নিয়ে শুক্রবারই বড় নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। মামলার নিষ্পত্তি হওয়ার আগে সরকারি কর্মীদের বকেয়া ডিএ-র অন্তত ২৫ শতাংশ মেটানোর নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত। এ বার এই রায় নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে প্রবেশ মুখে তাঁকে ডিএ মামলা নিয়ে প্রশ্ন করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, ‘কোর্টের কেসে আমি কিছু বলি না। যা করি আইনত করি।’
মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজ্য সরকারি কর্মীদের একাংশের মধ্যে। রাজ্য সরকারি কর্মীদের মধ্যেই প্রশ্ন উঠছে, তবে কি রিভিউ পিটিশনের জন্য আবেদন করতে চলেছে সরকার?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তার প্রেক্ষিতে কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে আন্দোলনরত ‘সংগ্রামী যৌথ মঞ্চ’-এর আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ‘এই রায় বার হওয়ার পর রাজ্য ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি। হয়তো রাজ্য বুঝে গিয়েছে আগামিদিনে ১০০ শতাংশ ডিএ মেটাতে হবে। সুপ্রিম কোর্টের রায়ের বাস্তবায়ন রাজ্যের কর্তব্য।’ রাজ্য রিভিউ পিটিশন করলে তাঁরা তৈরি বলে জানান ভাস্কর ঘোষ। তিনি বলেন, ‘সেক্ষেত্রে একটা বিষয় বলতে পারি ২৫ শতাংশটা আমরা ৫০ শতাংশ করে আনব।’
অন্যদিকে, কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে আন্দোলনকারী এবং মামলাকারী সরকারি কর্মচারি পরিষদ সংগঠনের সভাপতি দেবাশিস শীল বলেন, ‘এখনও মামলাটির শুনানি পর্ব শেষ হয়নি। একটি অন্তর্বর্তী রায় দিয়েছে আদালত।’ ফলে এই রায় নিয়ে আদৌ রিভিউ পিটিশন করা যায় কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, রাজ্যকে সরকারি কর্মীদের বকেয়া ডিএ-র (মহার্ঘ্য ভাতা) অন্তত ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে। আগামী ছয় সপ্তাহের মধ্যে সেই টাকা মিটিয়ে দিতে হবে বলে নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। আগামী ৪ অগস্ট ফের মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা সুপ্রিম কোর্টে।