• ব্রাত্যকে চিঠি শিক্ষকদের, কাগজ তুলে ধরে কী জানালেন শিক্ষামন্ত্রী?
    এই সময় | ১৯ মে ২০২৫
  • পাঁচ দিন ধরে বিকাশ ভবনের সামনে অবস্থানে চাকরিহারারা। উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে সোমবারই এ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী। চাকরিহারাদের সরকারের উপর ভরসা রাখার কথা বলেছেন তিনি। এ বার এ নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এ দিন টিটাগড়ে দলীয় কার্যালয়ে বসে ব্রাত্য বলেন, ‘মিডিয়ার থেকে সব কিছু শুনছি। আমি বলব, এসএসসি বা বিকাশ ভবন অবরোধ করাটা কাজের কথা নয়। সরকারি আধিকারিকদের কাজ করতে দেওয়া হোক। কনটেম্পট অব কোর্ট হলে সেটা শুধু সরকার নয়, তাঁরাও হবেন। তাদের ভবিষ্যতের জন্য তা বাঞ্ছনীয় নয়।’

    এসএসসি ভবন বা আচার্য সদনের সামনে বিক্ষোভ-অবস্থানের পর এ বার বিকাশ ভবনের সামনে ধর্নায় চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা। গত কয়েক দিনে বারবার অশান্ত হতে দেখা গিয়েছে বিকাশ ভবন চত্বর। বিশেষ করে, বিকাশ ভবনের গেট ভাঙার মতো ঘটনা যেমন ঘটেছে। তেমনই চাকরিহারাদের উপর পুলিশের লাঠিচার্জ, রক্ত ঝরার ঘটনাও সামনে এসেছে। তবে যা হবে, তা আদালতের নির্দেশেই হবে বলে এ দিন আরও একবার স্পষ্ট করে দেন ব্রাত্য বসু।

    চাকরিহারাদের উদ্দেশে ব্রাত্যর বার্তা, ‘আমরা আইনি লড়াই লড়ছি। তার জন্য অপেক্ষা করুন। আপনাদের দাবিগুলিকে সঙ্গে নিয়েই আমরা রায় পুনর্বিবেচনার জন্য সর্বাত্মক লড়াই করছি। সেটার উপর ভরসা রাখুন। সরকার আপনাদের কখনও কাউকে যোগ্য বা অযোগ্য বলেনি। এসএসসি সকলকে চাকরি দিয়েছে। কারণ, সরকার ভাগাভাগি করতে পারে না। আপনারা রিভিউ পিটিশনের জন্য অপেক্ষা করুন। সুপ্রিম কোর্ট আমাদের যে নির্দেশ দিয়েছে তা যাতে আমরা সুষ্ঠু ভাবে পালন করতে পারি, তার জন্য আমাদের মতোই আপনারাও দায়িত্ববান হোন।’

    এ দিন বার বারই শিক্ষামন্ত্রী জানান, সরকারের সঙ্গে চাকরিহারারা সহযোগিতা করুক। একটি চিঠি তুলে ধরে শিক্ষামন্ত্রী দাবি করেন, প্রায় আড়াই থেকে তিন হাজার শিক্ষক চিঠি দিয়ে জানিয়েছেন, তাঁরা সরকারের সঙ্গে সবরকম সহযোগিতা করে চলতে চান। ব্রাত্যর সংযোজন, ‘অর্থাৎ ওখানে যাঁরা বসে আছেন, তাঁরা অচলাবস্থা করার জন্যই বসে আছেন। সেটা কাঙ্খিত নয়।’

  • Link to this news (এই সময়)