উত্তরবঙ্গ থেকে সরাসরি দিঘার জগন্নাথমন্দির। চালু হচ্ছে ভলভো বাস পরিষেবা। মঙ্গলবার এই বাস পরিষেবার উদ্বোধন করা হবে। সোমবার শিলিগুড়ির বিজনেস মিট থেকে এমনটা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এ দিন উত্তরবঙ্গের শিল্পপতিদের সঙ্গে আলাপচারিতায় দিঘার প্রসঙ্গ ওঠে। জগন্নাথ মন্দির নির্মাণের জন্য মমতার প্রশংসা করেন শিল্পপতিরা। সভায় ‘জয় জগন্নাথ’ স্লোগানও ওঠে। সেই সময়েই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ থেকে দিঘা পর্যন্ত বাস পরিষেবা চালুর কথা জানান।
মমতা বলেন, ‘উত্তরবঙ্গ থেকে ৬টা বাস ছাড়া হচ্ছে। যাতে এখানকার মানুষ সরাসরি জগন্নাথদেবের দর্শন করতে পারেন। সব ক’টা বাসই ভলভো বাস।’ মমতা জানিয়েছেন, শিলিগুড়ি, মালদা, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং রায়গঞ্জ থেকে বাসগুলো ছাড়া হবে।
প্রত্যক এলাকা থেকে আপাতত ১টা বাসই ছাড়া হবে বলে ঠিক হয়েছে। তবে কখন ছাড়া হবে, ভাড়া কত পড়বে, সেই সম্পর্কে বিস্তারিত এখনও জানা যায়নি। উদ্বোধনের পরই তা প্রকাশ্যে আসবে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, আগামীকাল, মঙ্গলবার সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মমতা। সেখান থেকেই এই বাস পরিষেবা উদ্বোধন করার কথা রয়েছে। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেবেন উপভোক্তাদের হাতে।
বুধবার একটি প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে মমতার। সূত্রের খবর, সেখানে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার প্রতিনিধিরা উপস্থিত থাকতে পারেন। এই বৈঠককে কেন্দ্র করে তুমুল ব্যস্ত প্রশাসনের কর্তারা।