পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে আটক জ্যোতি মালহোত্রা বাংলায় এসেছিলেন, তা জানতে পেরেছেন তদন্তকারী। যত তদন্ত এগোচ্ছে, তত সামনে আসছে তাঁর আরও কীর্তির কথা। রাজ্যের রাজধানী কলকাতাতেও এসেছিলেন জ্যোতি। একাধিক জায়গায় ঘুরেছিলেন। ছবি তুলেছিলেন, গিয়েছিলেন বিখ্যাত রেস্তরাঁতেও।
সূত্রের খবর, কলকাতায় ঘোরার সময়ে পার্ক সার্কাসে ছিলেন তিনি। গিয়েছিলেন আরসালান বিরিয়ানির দোকানেও। সেখানে খাবার খাওয়ার ছবিও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। ব্যারাকপুরের দাদা বউদির বিরিয়ানির দোকানেও গিয়েছিলেন তিনি। এখানেই শেষ নয়, শেওড়াফুলিতেও গিয়েছিলেন তিনি। তবে সেটা গিয়েছিলেন ঘুর পথে। শিয়ালদহ হয়ে নদী পেরিয়ে গিয়েছিলেন শেওড়াফুলিতে। একটি বিয়ের ভিডিয়ো শুট করতে সেখানে গিয়েছিলেন জ্যোতি। এই গোটা যাত্রাপথের একাধিক ছবি ও ভিডিয়ো তুলেছিলেন তিনি। সেগুলো বিশেষ কোনও কারণে তুলেছিলেন কি না। কলকাতা এবং লাগোয়া যে যে এলাকায় গিয়েছিলেন সেখানেও কোনও কারণে গিয়েছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।
কাশ্মীরে একাধিক জায়গায় গিয়েছিলেন জ্যোতি। সে জায়গাগুলির ছবি ও ভৌগোলিক অবস্থান দেখে সন্দেহ বাড়ছে তদন্তকারীদের। ২ বছরে অন্তত ৩ বার পাকিস্তানে গিয়েছিলেন জ্যোতি। গিয়েছিলেন চিন, ব্যাঙ্কক ও পাটায়াতেও।