আজকাল ওয়েবডেস্ক: সোমবার সাতসকালে বিস্ফোরণে কেঁপে উঠল টিটাগড়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থলে হাজির টিটাগড় থানার পুলিশ।
আজ সকালে টিটাগড় পুরসভার চার নম্বর ওয়ার্ডে এক বহুতল আবাসনের চিলেকোঠায় বিকট বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। বিকট আওয়াজ এবং এই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল, যে আশেপাশের তিন-চারটি ঘর ভেঙে যায়। যদিও ঘরে কেউ না থাকায়, প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানা যাচ্ছে।
ওই ঘরটিতে বোমা মজুত ছিল বলে জানা যাচ্ছে। সেই বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে টিটাগড় থানার পুলিশ। খবর পেয়েই ঘটনাস্থলে যান টিটাগড় পুরসভার পুরপ্রধান ও উপপুরপ্রধান। যে বহুতলে এই ঘটনা ঘটেছে, সেই বহুতলে দু'জন জনপ্রতিনিধির বাসস্থান বলে জানান পুরপ্রধান। এই আবাসনে বহু পরিবারের বাসস্থান। তবে যে ঘরটিতে হয়েছে, সেখানে কেউ থাকতেন না। টিটাগড়ের মতো জায়গায় কেন এমন ঘটনা ঘটল, তা নিয়ে চিন্তিত পুরপ্রধান কমলেশ সাউ।
স্থানীয় সূত্রে জনা গেছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল, দেওয়াল উড়ে গিয়ে পাশের এক বস্তিতে পড়ে। সেখানেও ক্ষয়ক্ষতি হয়। কে বা কারা এই বহুতলের ঘরে বোমা মজুত করে রেখেছিল, তা তদন্ত করে দেখছে টিটাগড় থানার পুলিশ। কীভাবে এই বিস্ফোরণ ঘটল, তা ঘিরেও তদন্ত শুরু হয়েছে।