জগন্নাথ মন্দির দর্শন আরও সহজ, ৬টি ভলভো বাস উত্তরবঙ্গ থেকে আসবে দিঘায়, জানালেন মমতা ...
আজকাল | ২০ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পড়েই উপচে পড়ছে ভিড়। রাজ্য ও দেশের নানা প্রান্ত থেকে ভক্তরা আসছেন দিঘায়। এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানালেন, উত্তরবঙ্গের জেলাগুলি থেকে দিঘায় যাতে সাধারণ মানুষ আরও সহজে যেতে পারেন, তার জন্য ছ’টি সরকারি বাস এবার উত্তরবঙ্গ থেকে দিঘার উদ্দেশে যাবে।
প্রসঙ্গত, তিনদিনের উত্তরবঙ্গ সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখান থেকেই তিনি জানিয়েছেন মঙ্গলবার এই দিঘাগামী ছ’টি ভলভো বাসের উদ্বোধন করবেন তিনি। শিলিগুড়ি, মালদহ, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও রায়গঞ্জ থেকে এই বাসগুলি ছাড়বে। প্রতিদিন এই বাস দিঘার উদ্দেশে রওনা হবে বলে খবর। এপ্রিল মাসের শেষে দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের মানুষও যাতে দিঘার মন্দির দর্শনে যেতে পারেন, সেজন্য এই উদ্যোগ বলেই জানা গিয়েছে।
উত্তরবঙ্গ থেকে সরাসরি দিঘা যাওয়ার বাস চালু হলে আরও ভক্ত সমাগম হবে বলেই আশা রাজ্যের।