গঙ্গার পাড়ে মিটিং করতে এসে গ্রেপ্তার সাত, সাইবার প্রতারণা চক্র? ...
আজকাল | ২০ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শ্রীরামপুরে গঙ্গার পাড়ে মিটিং করতে এসে গ্রেপ্তার সাত। অভিযোগ সাইবার প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত এরা।
পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীরামপুর থানার টহলদারি পুলিশের একটি ইনোভা গাড়ি দেখে সন্দেহ হয়। আরোহীদের জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল তথ্য। রবিবার সন্ধেয় শ্রীরামপুর থানার পুলিশ কলেজ ঘাট চত্বর থেকে সাত জনকে গ্রেপ্তার করে।
ধৃতরা হল এম এস রমেশ, বিনোদ গঙ্গাধরন এম, পাট্টু জন স্যামুয়েল জোনস, নৌশাদ শেখ, সাবিরুজ্জামান গাজি, সুমিত শর্মা ও মহম্মদ আজহার। প্রথম চার জনের বাড়ি দক্ষিণ ভারতের তামিলনাড়ু ও কেরালায়। সাবিরুজ্জামান এর বাড়ি নদিয়ার হরিণঘাটা, সুমিতের বাড়ি রিষড়া ও চারচাকা গাড়ির চালক মহম্মদ আজহারের বাড়ি পার্ক সার্কাসে। ধৃতদের কাছ থেকে ১০ টি মোবাইল ফোন, ১ টি ট্যাব, একাধিক ব্যাঙ্কের পাশ বই, চেক বুক ও ইনোভা গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ।
প্রাথমিক তদন্তে ও জিজ্ঞাসাবাদের পর পুলিশ জেনেছে, ব্যবসার টোপ দিয়ে বিভিন্ন গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিত এই প্রতারণা চক্রটি। তাদের কয়েকজন এজেন্ট হিসাবে কাজ করত। জামতারা গ্যাং এর মতো সাইবার প্রতারণার টাকা সেই ভাড়া করা অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করত। গোটা দেশে এদের জাল ছড়িয়ে থাকতে পারে বলে সন্দেহ।
চন্দননগর পুলিশের সাইবার থানা থেকে বিশেষজ্ঞরা গিয়ে ধৃতদের মোবাইল পরীক্ষা করে অনেক তথ্য সংগ্রহ করে। তারপর তাদের গ্রেপ্তার করে।