আজকাল ওয়েবডেস্ক: চাকরিহারাদের বিক্ষোভ নিয়ে এবার মুখ খুললেন অভিষেক ব্যানার্জি। সোমবার দিল্লি যাওয়ার পথে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেকের মন্তব্য, আন্দোলন করার অধিকার সকলের আছে। কিন্তু হিংসার ঘটনাকে তিনি সমর্থন করেন না।
এদিন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, 'গণতান্ত্রিক দেশে আন্দোলন করার, প্রতিবাদ করার অধিকার সকলের রয়েছে। আমি তাঁদের আন্দোলনকে ছোট করছি না। আমি চাই না, এই আন্দোলনে রাজনীতির রং লাগুক। যাঁরা আন্দোলন করছেন, তাঁদের কাছে আবেদন, আন্দোলন কখনও হিংসাত্মক হয় না।'
অভিষেক আরও বলেন, 'আমি কিছু ফুটেজ দেখেছি, জোরজবরদস্তি গেট ভেঙে দেওয়া হচ্ছে। আন্দোলন কখনও উগ্র হয় না। আন্দোলন কখনও হিংস্র হয় না। গান্ধীজি অহিংসার কথা বলেছিলেন।' দিল্লির আন্দোলনের প্রসঙ্গ টেনে তৃণমূল সাংসদ এও বলেন, 'আমরা দিল্লিতে ১০০ দিনের কাজের টাকা নিয়ে আন্দোলন করেছিলাম। আমরা অহিংসার পথ অবলম্বন করে আন্দোলন করেছি। বাংলায় ফিরে রাজভবনে ধর্না দিয়েছি।'
সবশেষে অভিষেক বলেন, 'আন্দোলন করার অধিকার সকলের আছে। আন্দোলন যেন জোর করে বলপ্রয়োগ করে, সরকারি সম্পত্তি নষ্ট করে না হয়। এতে আন্দোলন নষ্ট হয়।'
'অপারেশন সিঁদুর' নিয়ে কেন্দ্রীয় দল থেকে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের নাম প্রত্যাহার করা নিয়ে অভিষেকের বক্তব্য, 'প্রতিনিধি চাওয়া উচিত ছিল পার্টির থেকে। পার্টি সিদ্ধান্ত নেবে কে যাবেন। বিজেপি ঠিক করে দিতে পারে না। তৃণমূল কংগ্রেস বয়কট করেনি। কিন্তু আমাদের থেকে আগে চাওয়া উচিত ছিল। তৃণমূল কিন্তু এটাকে বয়কট করছে না। অনেক বিরোধী দল প্রথম থেকে সেটার বিরোধী অবস্থান নিয়েছে। কিন্তু তৃণমূল একেবারেই সেটা করেনি।'
দলের রদবদল নিয়ে তিনি এও জানিয়েছেন, 'রদবদল হয়েছে পারফরমেন্সের ভিত্তিতে। সবার সঙ্গে কথা বলে। দল সিদ্ধান্ত নিয়েছে, কারও ক্ষমতা খর্ব করতে নয়। যাঁরা ভাল কাজ করেছেন, দল তাঁদের পুরস্কার দিয়েছে।'