দুই বছরের শিশুর উপর অভব্য নির্যাতন, ঝাঁটা হাতে বিক্ষোভে সামিল মহিলারা
বর্তমান | ২০ মে ২০২৫
জলপাইগুড়ি, নিজস্ব প্রতিবেদন: দু’বছরের শিশুকন্যার সঙ্গে অভব্য আচরণের ঘটনায় উত্তপ্ত জলপাইগুড়ি শহর। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ দেখালেন বহু মানুষ। নাগরিক সমাজের ব্যানারে মহিলারা ঝাঁটা হাতে বিক্ষোভে সামিল হন। রাস্তায় বসে চলে প্রতিবাদ। ঘটনার সূত্রপাত, দিন তিনেক আগে জলপাইগুড়ি শহরের ২১ নম্বর ওয়ার্ড এলাকায়। এক দু’ বছরের শিশুর উপর পাশবিক অত্যাচারের অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। সেদিনই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃত ব্যক্তি প্রাক্তন সরকারি কর্মী বলে পুলিস সূত্রে খবর। ঘটনার জেরে এলাকার উত্তেজিত বাসিন্দারা ঘটনার দিন রাতে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায়। আগুন ধরিয়ে দেওয়া হয় ওই বাড়িতে থাকা একটি স্কুটারেও। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।