অয়ন ঘোষাল: সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। কারণ পাঞ্জাব থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত। এটি হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। যার টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে।
বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বিক্ষিপ্তভাবে কিছু জেলায় কালবৈশাখির পরিস্থিতি। সকাল থেকে বিকেল পর্যন্ত গরম এবং অস্বস্তি থাকবে। আগামী পাঁচ দিনে তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই।
সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি। সব জেলাতেই দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ এই চার জেলাতে ঝড় বৃষ্টি বেশি হবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঝড়ের সম্ভাবনা কম। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি।
মঙ্গলবার সাত জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। কলকাতা-সহ বাকি জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কম। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ- এই সাত জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
বুধবার এবং বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সব জেলাতেই ৩০ থেকে ৫০ কিলোমিটার এর মধ্যে প্রতি ঘন্টায় গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বৃহস্পতিবার পর্যন্ত। দমকা ঝোড়ো হাওয়ায় কালবৈশাখির মতো পরিস্থিতি। ঝড় বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত।
সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে। দার্জিলিং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
মঙ্গলবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে। বুধ এবং বৃহস্পতিবারেও কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা।