জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: নজরে ছাব্বিশ। তৃণমূলের বড়সড় সাংগঠনিক রদবদল। 'কার ক্ষমতা খর্ব হল, কাকে বেশি পুরষ্কৃত করা হল, এভাবে দেখা ঠিক নয়', বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক বলেন, 'আপনি উত্তর কলকাতায় ক্ষেত্রে বা বীরভূমের ক্ষেত্রে যেটা বলছেন, সেখানেও নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন, কোর কমিটিতে যাঁরা ছিলেন, সেখানে অনুব্রত মণ্ডলও থাকবে। উত্তর কলকাতার ক্ষেত্রে সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় চেয়ারম্যান রয়েছেন। ৭ বিধায়ক, ৯ জনের কোর কমিটি করা হয়েছে। ৯ জনের কোর কমিটি করে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চেয়ারম্যানের দায়িত্ব রাখা হয়েছে'। তাঁর কথায়, 'সবাই মিলে যৌথভাবে কথা বলে, প্রত্যেকটি বিধায়কের প্রতিনিধিত্ব যদি থাকে, সবাই মিলে টিমওয়ার্ক করে কাজ করবে। কার ক্ষমতা খর্ব হল, কাকে বেশি পুরষ্কৃত করা হল, এভাবে দেখা ঠিক নয়'।
ঘটনাটি ঠিক কী? দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পারফরম্য়ান্সের ভিত্তিতে জেলা সভাপতি পদে রদবদলের তালিকাও পাঠিয়েছিলেন অভিষেকই। এরপর চলতি বছরের ১০ ফেব্রুয়ারি তৃণমূল পরিষদীয় দলের সঙ্গে বৈঠক করেন মমতা। সূত্রের খবর, বৈঠকে যাঁরা নিজেদের বিধানসভা এলাকায় রদবদল চান, সেইসব বিধায়কদের ৩ জনের নাম জমা দেওয়ার নির্দেশ দেন তিনি। সময়সীমা ছিল ১৫ দিন। অবশেষে সেই রদবদল ঘটে গেল। শুক্রবার নয়া জেলা সভাপতিদের তালিকা প্রকাশ করে দিয়েছে তৃণমূল।
বীরভূমের রাজনীতিতে গুরুত্ব কমেছে অনুব্রত মণ্ডলের! জেলা সভাপতি নন, দায়িত্বে শুধুমাত্র কোর কমিটি। বস্তুত, বীরভূমের ধাঁচেই এবার কোর কমিটি উত্তর কলকাতাতেও। জেলা সভাপতি পদটি বিলুপ্ত করে সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে করা হয়েছে চেয়ারপার্সন।