• স্বামী অকর্মণ্য! বীরভূমে দুধের সন্তানকে ফেলে ‘প্রেমিকের সঙ্গে চম্পট’ বধূর
    প্রতিদিন | ২০ মে ২০২৫
  • নন্দন দত্ত, সিউড়ি: স্বামী অকর্মণ্য! এই অভিযোগ তুলে কোলের সন্তানকে ফেলে প্রেমিকের সঙ্গে পালাল বধূ! এমনই ঘটনা ঘটেছে বীরভূমে মাড়গ্রাম এলাকায়। দু’দিন পেরিয়ে গেলেও বধূর হদিশ মেলেনি। মাড়গ্রাম থানায় পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করেছে।

    ২৫ বছর বয়সি মীরা বিবি। তাঁর সঙ্গে বিয়ে হয়েছিল মাড়গ্রাম এলাকার গুড়গ্রামের বাসিন্দা আবদুল হাসনাতের সঙ্গে। তিনি আগে মুম্বইয়ে কাজ করতেন। এর আগে মীরার আরেকটা বিয়ে হয়েছিল। তাঁর ৮ বছরের একটি সন্তান আছে। সে মীরার বাপের বাড়িতে দাদু আবদুল হাফিজের কাছে তাকে। বর্তমানে বাড়িতেই থাকেন। পরিবারের অভিযোগ, দিন দুয়েক আগে চামড়াগুদাম পাড়ায় ননদ রুবি বিবির কাছে ৯ মাসের সন্তানকে রেখে উধাও হয়ে যান। ননদকে বলেছিলেন, “কিছুক্ষণের মধ্যেই আসছি। বাচ্চাটাকে দেখো।” এরপর দু’দিন পেরিয়ে গিয়েছে।

    ননদ রুবি বিবি জানান, “স্বামী কোনও কাজ করত না বলে বারবার অভিযোগ করত। অশান্তিও হতো দুজনের মধ্যে। কিন্তু কোথায় গিয়েছে জাননি না।” মীরা বিবির বাবাও জানিয়েছেন, মেয়ে কোথায় তিনি জানেন না। যদিও স্বামী আবদুল হাসনাতের দাবি, “এর আগেও ওঁর একটা বিয়ে ছিল। আমি দ্বিতীয় পক্ষে ওঁকে বিয়ে করেছিলাম। বাড়ির কোনও কাজ ঠিকভাবে করত না। আমি মুম্বইয়ে কাজ করাকালীন ওঁ কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল। তার সঙ্গেই হয়তো পালিয়ে গিয়েছে।” পুলিশ তদন্তে নেমেছে। কিন্তু এখনও তাঁর হদিশ মেলেনি।
  • Link to this news (প্রতিদিন)