• উত্তরবঙ্গ থেকে দিঘার মন্দির এবার আরও কাছে! ছ’টি বাসের ঘোষণা মুখ্যমন্ত্রীর
    প্রতিদিন | ২০ মে ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিঘায় জগন্নাথ দেবের মন্দির দেখার জন্য ভিড় উপচে পড়ছে ভক্তদের। লক্ষাধিক মানুষের সমাগম হচ্ছে বলে খবর। উত্তরবঙ্গ থেকেও বহু মানুষ দিঘার মন্দির দেখতে যাচ্ছেন। উত্তরবঙ্গের জেলাগুলি থেকে দিঘায় যাতে সাধারণ মানুষ আরও সহজে যেতে পারেন, সেজন্য উদ্যোগী রাজ্য সরকার। ছ’টি সরকারি বাস এবার উত্তরবঙ্গ থেকে দিঘার উদ্দেশ্যে যাত্রা করবে। সেই ঘোষণা এদিন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    তিনদিনের উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার শিলিগুড়ির দীনবন্ধু ভবনে বণিকসভার সঙ্গে বৈঠক করেন তিনি। উত্তরের জেলাগুলির বিভিন্ন বণিকসভার সঙ্গে তিনি কথা বলেন। সেখানেই এই বার্তা দিয়েছেন। আগামিকাল মঙ্গলবার এই দিঘাগামী ছ’টি ভলভো বাসের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়ি, মালদহ, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও রায়গঞ্জ থেকে এই বাসগুলি ছাড়বে। প্রতিদিন এই বাস দিঘার উদ্দেশ্যে রওনা হবে বলে খবর। এপ্রিল মাসের শেষে দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হচ্ছে। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের মানুষও যাতে দিঘার মন্দির দর্শনে যেতে পারেন, সেজন্য এই উদ্যোগ বলেই জানা গিয়েছে। উত্তরবঙ্গ থেকে দিঘার মন্দির এবার আরও কাছে! এমনই মনে করছে ওয়াকিবহাল। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “উত্তরবঙ্গের কথাও আমরা ভাবি। তাই এই উদ্যোগ।”

    দিঘার মন্দির উদ্বোধন হওয়ার পর থেকেই ভিড় উপচে পড়ছে। দিঘার পর্যটন ব্যবসাতেও আরও জোয়ার আসছে বলে মত বিশেষজ্ঞদের। উত্তরবঙ্গ থেকে সরাসরি দিঘা যাওয়ার বাস চালু হলে আরও ভক্ত সমাগম বাড়বে বলেই মত। এরই মধ্যে শোনা যাচ্ছে বিখ‌্যাত গাড়ি প্রস্তুতকারক সংস্থা ফোর্ডের বর্তমান উত্তরাধিকারী হেনরি ফোর্ডের প্রপৌত্র আলফ্রেড ফোর্ড দিঘার জগন্নাথ মন্দির নিয়ে খোঁজখবর নিচ্ছেন। সংস্থার প্রতিষ্ঠাতা হেনরি ফোর্ডের প্রপৌত্র তিনি। আলফ্রেড খোঁজ নিচ্ছেন, পুরীর মন্দিরের আদলে তৈরি জগন্নাথ দেবের দিঘার নতুন বাস কেমন হয়েছে! সেখানে কখন কত রকমের পুজো হয়, পুরীর মতোই কি সেখানে প্রহরে প্রহরে ভোগ হয়! সব শোনার পর এই মন্দিরে আসতে চেয়েছেন তিনি।
  • Link to this news (প্রতিদিন)