• ‘চা-মোমোর দোকান ফাঁকা দেখেছেন? চপ বানিয়েও তিনতলা বাড়ি বানাচ্ছে’, শিল্পোদ্যোগীদের উৎসাহ মমতার
    প্রতিদিন | ২০ মে ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের শিল্পোন্নয়নের জন্য বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার উদ্যোগপতিদের উৎসাহ দিলেন মুখ্যমন্ত্রী। অল্প পুঁজি দিয়েও পরিশ্রমের মাধ্যমে ব্যবসা বড় করা যায়। তার একাধিক উদাহরণ আছে। সেই প্রসঙ্গও তুলে ধরেন তিনি। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আলুর চপ, বেগুনির দোকান দেখেছি। ছোট দোকান চালিয়ে তিনতলা বাড়ি বানিয়েছে।”

    উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে দুপুরে বিমানে বাগডোগরায় নামেন। এরপর শিলিগুড়ির দীনবন্ধু ভবনে বণিকসভার সঙ্গে বৈঠক করেন তিনি। উত্তরের জেলাগুলির বিভিন্ন বণিকসভার সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গে কীভাবে আরও শিল্প বাড়ানো যায়? রাজ্য সরকার উন্নয়ন ও শিল্প নিয়ে কী ভাবছে, সেই বিষয়ও উঠে আসে। পর্যটন শিল্পের দিকেও আরও নজর দিচ্ছে নবান্ন। আলোচনার মধ্যেই মুখ্যমন্ত্রী বলেন, “আলুর চপ বেগুনির দোকান দেখেছি। ছোট দোকান চালিয়ে তিনতলা বাড়ি বানিয়েছে। আমি দেখেছি, ঘরে ঘুগনি বানিয়েও পরিবার চালানো যায়।”

    ছোট, ক্ষুদ্র শিল্পের দিকেও মুখ্যমন্ত্রী বরাবর নজর দিতে বলেছেন। তেলেভাজার দোকান করার বার্তা তিনি আগেও দিয়েছেন। যদিও সেই বিষয়ে বিরোধীরা বরাবর কটাক্ষ করেন। এদিন মঞ্চ থেকে সেই বিষয়ও উল্লেখ করেন মমতা। তিনি জানান, ছোট দোকান করতে বললে বিরোধীরা কটাক্ষ করেন। তিনি আরও বলেন, “আলুর চপ বেগুনির দোকান দেখেছি। ছোট দোকান চালিয়ে তিনতলা বাড়ি বানিয়েছে।” এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী দক্ষিণ কলকাতার একটি দোকানের কথাও উল্লেখ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “উজ্জ্বলা সিনেমার ওখানে একটি চপের দোকান ছিল। আপনজন নাম। কত টাকা করেছেন জানেন? ভাবতেও পারবেন না।” অল্প পুঁজিতে পরিশ্রমের মাধ্যমে ব্যবসা দাঁড় করানো সম্ভব। সেই ইঙ্গিতও তাঁর কথায় উঠে এসেছে। শিল্পপতি, উদ্যোগপতিদের উদ্দেশ্যে তিনি প্রশ্ন করেন, “চায়ের দোকান, মোমোর দোকান ফাঁকা দেখেছেন কখনও?”
  • Link to this news (প্রতিদিন)