• আগামী তিনমাস বেহালার একাধিক রাস্তায় চলবে না বাস! কোন রুটে যাতায়াত?
    প্রতিদিন | ২০ মে ২০২৫
  • নব্যেন্দু হাজরা: ভূর্গভস্থ নিকাশি নালার কাজ হবে। আর তাই বেহালা অঞ্চলের একাধিক রাস্তা আগামী ৯০ দিনের জন্য আংশিক বন্ধ থাকবে। ঘুরপথে যাতায়াত করবে বাস ও অন্য়ান্য ছোটগাড়ি। এই মর্মে সোমবার বিজ্ঞপ্তি জারি করল কলকাতা পুলিশ। জেনে নিন, কোন পথে চলবে গাড়ি?

    চারটি জায়গায় ভূগর্ভস্থ পাইপ বসানো হবে। ফলে এই রাস্তাগুলিতে যান নিয়ন্ত্রণ করা হবে। পাইপ বসানো হবে এম এল গুপ্ত রোডে। এর মধ্যে রয়েছে ভুবন মোহন রয় রোড জংশন, সোদপুর ফার্স্ট লেন এবং সোদপুর ব্রিকফিল্ড রোড যেখানে মিশেছে সেই এলাকা, হেমচন্দ্র মুখার্জি রোড জংশন এবং কালীপদ মুখার্জি রোড জংশন। ফলে এই সমস্ত রাস্তায় ভারী গাড়ি, বাস ও ছোট গাড়ি চলাচল করবে না।

    পরিবর্তিত হবে এস ৩১, এসি ৩১, ২১, এসডি ফোর বাই ওয়ান এবং সারদা পার্ক-আনন্দপুর মিনি বাসের। শখের বাজার ক্রসিংয়ে পৌঁছতে মুচিপাড়া ক্রসিং থেকে রাজা রামমোহন রায় রোড-চৌরাস্তা/জেমস লং সরণি-বিরেন রায় রোড হয়ে যাবে বাস এবং ভারী গাড়িগুলি। চৌরাস্তা থেকে বামদিকে ঘুরে পৌঁছে যাবে গন্তব্যে। একইভাবে ফেরার সময় ছোট গাড়িগুলিকেও অন্য রুট হয়ে ফিরতে হবে। শখের বাজার হয়ে মুচিপাড়া ক্রসিংয়ে পৌঁছতে সন্তোষ রায় রোড হয়ে শখের বাজার ঘুরে জেমস লং সরণি, রাজা রামমোহন রায় রোড হয়ে মুচিপাড়া ক্রসিং দিয়ে গন্তব্যে পৌঁছতে হবে। ইতিমধ্যে এই নির্দেশিকা কার্যকর হয়েছে। আগামী ৯০ দিন কার্যকর থাকবে।
  • Link to this news (প্রতিদিন)