• এনজেপিতে চরম যাত্রী দুর্ভোগ, এসকেলেটর বন্ধ পার্কিংজোন থেকে হেঁটে পৌঁছতে হচ্ছে প্ল্যাটফর্মে
    বর্তমান | ২০ মে ২০২৫
  • সংবাদদাতা, শিলিগুড়ি: বিশ্বমানের স্টেশনের আদলে সেজে উঠছে এনজেপি স্টেশন। ইতিমধ্যেই কাজ এগিয়েছে অনেকটাই। কিন্তু এর মধ্যেও সমস্যার মুখোমুখী হচ্ছেন যাত্রীরা। উত্তর-পূর্ব সীমান্ত রেলের এই গুরুত্বপূর্ণ স্টেশনে যাত্রী পরিষেবা শিকেয় উঠেছে। এক দিকের এসকেলেটর বা চলমান সিঁড়িও বন্ধ। যাত্রীদের প্ল্যাটফর্মে পৌঁছতে দীর্ঘ সিঁড়ি ভাঙতে হচ্ছে। ব্যাগপত্র নিয়ে লম্বা সিঁড়ি ভাঙতে তাঁরা হয়রান হচ্ছেন। রোগী নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যা জটিল হচ্ছে।

    অভিযোগ, নিত্যদিন যাত্রীদের এই হয়রানি দেখেও রেল চলমান সিঁড়ি ঠিক করার উদ্যোগ নিচ্ছে না। হয়রানির এখানেই শেষ নয়। বিশ্বমানের স্টেশন সাজিয়ে তোলার উদ্যোগে এনজেপি স্টেশনে ঢোকার মুখে নির্মাণ কাজ চলছে। সেই কাজের জন্য যাত্রীদের স্টেশনের বাইরে অনেকটা দূরে গাড়ি থেকে নামতে হচ্ছে। সেখান থেকে হাঁটাপথে যাত্রীরা ব্যাগপত্র নিয়ে স্টেশনে পৌঁছতে গলদঘর্ম হচ্ছেন। তারউপর এসকেলেটর বন্ধ থাকায় দুর্ভোগ আরও চরমে উঠেছে। বৃষ্টি শুরু হতে স্টেশনে ঢোকার পথে জলজমে কাদা হয়ে রয়েছে। তারমধ্য দিয়ে সকলকে চলাচল করতে হচ্ছে। একারণে এনজেপি স্টেশন এখন রেলযাত্রীদের কাঝে বিভীষিকা হয়ে উঠেছে। 

    এনজেপি উত্তর-পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ স্টেশন। দেশ বিদেশের পর্যটক সব সময় এই স্টেশন হয়ে যাতায়াত করেন। দূরপাল্লার ট্রেনের সংখ্যা বাড়ায় যাত্রী সংখ্যাও বেড়েছে। আর সেই স্টেশনে এ ধরনের অব্যবস্থায় যাত্রীদের হয়রানি হওয়ার ঘটনায় বিস্মিত সব মহল। এক্ষেত্রে সকলে রেল কর্তৃপক্ষের চূড়ান্ত উদাসীনতাকে দায়ী করছেন। 

    এনজেপি স্টেশন সূত্রে জানা গিয়েছে, রক্ষণাবেক্ষণের অভাবে এসকেলেটরে জল ঢুকে বিভিন্ন যন্ত্র খারাপ হয়ে গিয়েছে। তারজন্য ওঠার সিঁড়িটি দু’সপ্তাহেরও বেশি  সময় ধরে চলছে না। এটি মেরামত করার জন্য বাইরে থেকে যন্ত্রাংশ আনতে হবে। সেকারণেই এটি ফেলে রাখা হয়েছে। যদিও এনজেপি স্টেশনের এক আধিকারিক বলেন, এসকেলেটরটি মেরামত করতে  বাইরে থেকে যন্ত্রাংশ আনার প্রক্রিয়া অনেক আগেই শুরু হয়েছে। কয়েক দিনের মধ্যেই তা চলে আসবে। তারপর এসকেলেটরটি মেরামত করে আবার চালু করা হবে। 

    এই ব্যাপারে উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা বলেন, এনজেপি স্টেশনকে বিশ্বমানের করে তোলার কাজ চলছে। ৩১ ডিসেম্বরের মধ্যে স্টেশন আধুনিকরূপ পাবে। তখনই আমরা এই স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মে নতুন করে লিফ্ট, এসকেলেটর বসাব। তখন এই সাময়িক সমস্যার স্থায়ী সমাধান হবে। যাত্রীরা আরও আধুনিক পরিষেবা পাবেন।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)