• গ্রুপ ‘ডি’ পদে নিয়োগে লেনদেনের অভিযোগ জেলা যুব তৃণমূল সভাপতিকে জেরা ইডির
    বর্তমান | ২০ মে ২০২৫
  • সংবাদদাতা, গঙ্গারামপুর: রাজ্যে গ্রুপ ‘ডি’ পদে নিয়োগ করে দেওয়ার কথা বলে আর্থিক লেনদেনের অভিযোগে যুব তৃণমূল সভাপতি অম্বরীশ সরকারকে তলব করল ইডি। সোমবার বেলা ১১টা নাগাদ কলকাতার সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজির হন অম্বরীশ। প্রায় ৭ ঘণ্টা সেখানে ছিলেন তিনি। অম্বরীশ বলেন, সোমবার ইডি দপ্তরে গিয়েছিলাম। একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। যতবার ডাকা হবে, ততবারই যাব। লেনদেনের অভিযোগ ভিত্তিহীন।

    পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারীর নাম কৌশিক গঙ্গোপাধ্যায়। তাঁর বাড়ি কলকাতার কাঁকুড়গাছি এলাকায়। মন্ত্রীর কোটায় গ্রুপ ‘ডি’ পদে চাকরি করে দেওয়ার নামে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে গত বছর ২৫ সেপ্টেম্বর কুশমণ্ডি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছিল দক্ষিণ দিনাজপুর জেলা যুব তৃণমূল সভাপতি অম্বরীশের নামে। পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযোগের স্বপক্ষে তথ্যপ্রমাণ দেওয়ার জন্য ও থানায় একাধিকবার ডাকলেও আসেননি অভিযোগকারী। এরপর কৌশিক গঙ্গারামপুর মহকুমা আদালতে গত বছর ১৫ নভেম্বর অম্বরীশের বিরুদ্ধে নিয়োগ সংক্রান্ত লেনদেনের অভিযোগ আনেন। তখন তদন্তের দায়িত্ব দেওয়া হয় কুশমণ্ডি থানাকে।

    সূত্রের খবর, আদালতে দেওয়া অভিযোগপত্রে কৌশিক উল্লেখ করেছেন,  মন্ত্রীদের কোটায় চাকরি দেওয়ার নামে অম্বরীশ ডিল করেন তাঁর সঙ্গে। মোট ১০ লক্ষ টাকা দেওয়া হয়েছে বলে দাবি তাঁর। চাকরি না হওয়ায় টাকা ফেরৎ চাইলেও পাননি অভিযোগকারী। সেজন্য অভিযোগ দায়ের করেন তিনি। পরবর্তীতে কৌশিক ইডির কাছে স্বতঃপ্রণোদিত হয়ে অভিযোগ জানান। তখন অভিযোগকারীকে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। পাশাপাশি অম্বরীশের বিরুদ্ধে অভিযোগ হওয়ায় তাঁকেও তলব করা হয়। 

    তবে অম্বরীশ দলের একাংশ নেতৃত্ব ও বিজেপির চক্রান্তের শিকার বলে অভিযোগ করেছেন জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি মৃণাল সরকার। তিনি বলেন, কলকাতার ওই অভিযোগকারীর সঙ্গে দূরদূরান্তের সম্পর্ক নেই অম্বরীশের। এবিষয়ে রাজ্য নেতৃত্বকে লিখিত আকারে জানিয়েছি। বিজেপিকে সঙ্গে নিয়ে একাংশ দলীয় নেতৃত্ব চক্রান্ত করছে। অভিযোগকারী কোনও তথ্যপ্রমাণ দেখাতে পারেননি। ইডির তদন্তে সব স্পষ্ট হবে।

    জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়ালের কথায়, ইডি নোটিস দিয়ে ডেকেছে, এবিষয়ে কিছু জানি না। বাইরে থেকে একটু কানে এসেছে। নির্দিষ্ট তথ্যপ্রমাণ নিশ্চয় দেবেন তিনি। দলের একাংশের চক্রান্তের দাবি ভিত্তিহীন। মানুষ বিপদে পড়লে চক্রান্ত খুঁজে পায়। আইন আইনের পথে চলবে।  অম্বরীশ সরকার।
  • Link to this news (বর্তমান)