• জল্পেশ মন্দিরের স্কাইওয়াক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
    বর্তমান | ২০ মে ২০২৫
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: পশ্চিমবঙ্গে অনেক মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের গর্ব। যিনি জলপাইগুড়ির জন্য ভাবেন। যখনই উত্তরবঙ্গ সফরে আসেন জলপাইগুড়ির জন্য কিছু করেন। সোমবার জল্পেশ মন্দিরের স্কাইওয়াক উদ্বোধন হওয়ার পর একথাই বললেন রাজ্যের অনগ্রসর শ্রেণিকল্যাণ মন্ত্রী বুলুচিক বরাইক। সোমবার উত্তরবঙ্গের শিল্পপতিদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে বৈঠক করেন। সেখান থেকেই ভার্চুয়ালি উদ্বোধন করেন জল্পেশ মন্দিরের স্কাইওয়াক। পাঁচ কোটি টাকায় এটি তৈরি হয়েছে। বহুদিন থেকেই জলপাইগুড়ি জেলার বাসিন্দারা তাকিয়ে ছিলেন এদিনের জন্য। অবশেষে স্কাইওয়াকের উদ্বোধন হওয়ায় তাঁরা খুশিতে মেতে ওঠেন। 

    এদিন মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি স্কাইওয়াকের উদ্বোধন করতেই জল্পেশ মন্দিরে  জায়ান্ট স্ক্রিনের সামনে যারা ছিলেন তারা দাঁড়িয়ে হাততালি দেন। সেসময় জল্পেশ মন্দিরে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায়, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, সহ-সভাপতি সীমা চৌধুরী, জেলা তৃণমূলের সভাপতি মহুয়া গোপ সহ অন্যান্য জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্তারা। 

    প্রতি বছর শ্রাবণী মেলায় কয়েক লক্ষ ভক্তের সমাগম হয়। জল্পেশ মন্দিরে পুজো দিতে প্রচুর ভক্ত ভিড় করেন। স্কাইওয়াক তৈরি হওয়ায় খুব সহজেই ভক্তরা সেই পথ দিয়ে এসে মন্দিরের ভিতর প্রবেশ করে পুজো দিতে পারবেন। একসঙ্গে অনেক ভক্ত লম্বা লাইন করে স্কাইওয়াক দিয়ে মন্দিরের গর্ভগৃহের দিকে এগতে পারবেন। জল্পেশ মন্দির কমিটি জানিয়েছে, তিন বছর লেগেছে স্কাইওয়াকের কাজের জন্য। এদিন উদ্বোধন হওয়ায় তারা খুশি। 

    অন্যদিকে, মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধনের পর মন্ত্রী বুলুচিক বরাইক সহ অন্যান্যরা ফিতে কেটে স্কাইওয়াকে ওঠেন। মন্ত্রী বলেন, এদিন আমাদের গর্বের দিন। যখনই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে আসেন তখন জলপাইগুড়ির জন্য ভালো কিছু দিয়ে যান। এই স্কাইওয়াক তৈরি হওয়ার ফলে ভক্তরা উপকৃত হবেন। আমরা জলপাইগুড়িবাসী হিসেবে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই।  জল্পেশ মন্দির কমিটির সম্পাদক গীরেন্দ্রনাথ দেব বলেন, মুখ্যমন্ত্রী পাঁচ কোটি টাকা দিয়েছিলেন। মন্দিরের সৌন্দর্যায়ন থেকে শুরু করে স্কাইওয়াক ওই টাকায় হয়েছে। শ্রাবণী মেলার সময় ভিড়ে ভক্তদের যে সমস্যা হয় সেটা আর হবে না।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)