• ১৫ বছর পর ফের সাইরেন বাজবে শহরে, সারাই করল মহকুমা প্রশাসন
    বর্তমান | ২০ মে ২০২৫
  • মনসুর হাবিবুল্লাহ, দিনহাটা: দিনহাটা শহরের ইতিহাসে এককালে প্রতীক হয়ে উঠেছিল একটাই শব্দ— সাইরেন। একাত্তরের মুক্তিযুদ্ধের পরপরই শহরে বাজতে শুরু করেছিল এই সাইরেন। প্রতি রবিবার সকাল ৯টা বাজলেই কেঁপে উঠত দিনহাটার আকাশ। যুদ্ধকালীন সতর্কবার্তা হিসেবে শুরু হলেও সেই আওয়াজ ধীরে ধীরে শহরের রুটিন হয়ে উঠেছিল। 

    প্রায় ১৫ বছর আগে বন্ধ হয়ে যায় সেই সাইরেনের ধ্বনি। যান্ত্রিক ত্রুটি, রক্ষণাবেক্ষণের অভাব এবং সময়ের পরিবর্তনে সাইরেনটি অচল হয়ে পড়ে। শহরের নতুন প্রজন্মের কাছে তাই এই সাইরেন শুধুই গল্প হয়ে ওঠে, প্রবীণদের স্মৃতিতে রয়ে যায় তার অস্তিত্ব। 

    তবে সম্প্রতি ভারতের পশ্চিম সীমান্তে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় কেন্দ্র ও রাজ্য প্রশাসনের তরফে নতুন করে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। সেই প্রেক্ষিতেই দিনহাটা মহকুমা প্রশাসন সিদ্ধান্ত নেয়, বহু বছর ধরে অচল হয়ে পড়ে থাকা সেই ঐতিহাসিক সাইরেনটি আবার সচল করার। 

    দিনহাটা মহকুমা শাসকের অফিসের ছাদে লাগানো রয়েছে সাইরেন। প্রশাসনের উদ্যোগে সাইরেনটির পূর্ণাঙ্গ মেরামত করা হয়েছে। এর জন্য খরচ হয়েছে প্রায় ১০ হাজার টাকা। পাশাপাশি সাইরেনের মেশিনপত্র রাখার জন্য একটি ঘর নির্মাণ করা হয়েছে, যার জন্য ব্যয় হয়েছে আরও চার হাজার টাকা। 

    তবে সাইরেন মেরামতের পরেও তা এখনও পরীক্ষামূলকভাবে বাজানো হয়নি। কারণ আচমকা এই আওয়াজ শোনার ফলে শহরের সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি কিংবা আতঙ্ক ছড়াতে পারে, এমন আশঙ্কা থেকেই আপাতত সময় নিচ্ছে প্রশাসন। একটি নির্দিষ্ট পরিকল্পনা ও জনসচেতনতামূলক প্রচারের পরই সাইরেন বাজানো হবে বলে জানানো হয়েছে এসডিও অফিস থেকে। 

    প্রশাসনের এক আধিকারিক বলেন, দিনহাটাবাসীর কাছে এই সাইরেন একটি আবেগ। তবে এখনকার প্রজন্ম এই আওয়াজ শোনেনি কখনও। তাই পরীক্ষামূলকভাবে বাজানোর আগে ব্যাপক প্রচার প্রয়োজন। আমরা চাই না হঠাৎ আওয়াজে মানুষের মনে অযাচিত ভয় তৈরি হোক। 

    উল্লেখযোগ্য বিষয়, এক সময় দিনহাটা শহরে এই সাইরেনের শব্দ কেবল সতর্কবার্তা ছিল না, বরং শহরের দৈনন্দিন রুটিনের অংশ হয়ে উঠেছিল। রবিবার সকাল ৯টায় যখন এই সাইরেন বেজে উঠত, তখন শহরবাসী জানত, এটি যুদ্ধ নয় একটি নির্ধারিত রেওয়াজ। 

    এখন প্রশ্ন, কবে বেজে উঠবে সেই সাইরেন? কবে শহরের আকাশে আবার গুঞ্জন তুলবে ইতিহাসের প্রতিধ্বনি? আপাতত সেই উত্তরের অপেক্ষায় দিনহাটা। তবে নিশ্চিতভাবেই বলা যায়, সাইরেন ফিরে আসছে— শুধু সময়ের অপেক্ষা। দিনহাটার মহকুমা শাসক বিধু শেখর বলেন, সাইরেনটি সারাই করা হয়েছে। পরীক্ষামূলকভাবে তা বাজানোর দিনক্ষণ চূড়ান্ত হয়নি এখনও।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)