• ৫০১ কোটি খরচে সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন: মমতা
    বর্তমান | ২০ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ৫০১ কোটি টাকা খরচ করে হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন তৈরি করে দিয়েছে রাজ্য। জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের মানুষের কাছে এটা বড় প্রাপ্তি। সোমবার শিলিগুড়িতে বিজনেস সামিটের মঞ্চ থেকে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আগে এখানকার মানুষজনকে কলকাতা হাইকোর্টে যেতে হতো। আমরা ৫০১ কোটি টাকা দিয়ে জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন তৈরি করে দিয়েছি। এটা এখানকার মানুষের কাছে বড় প্রাপ্তি। 

    হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন আগামী ১২ জুলাই উদ্বোধন হতে পারে বলেও এদিন ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী। যদিও পরে তিনি বলেন, কবে উদ্বোধন হবে, সেটা হাইকোর্ট কর্তৃপক্ষ ঠিক করবে। আমরা সার্কিট বেঞ্চের ভবন তৈরি করে দিয়েছি।

    বর্তমানে জলপাইগুড়ি স্টেশন রোডে জেলা পরিষদের ডাকবাংলোয় অস্থায়ীভাবে সার্কিট বেঞ্চ চলছে। জলপাইগুড়ি শহর লাগোয়া পাহাড়পুরে জাতীয় সড়কের ধারে সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন তৈরি হয়েছে। কাজ প্রায় শেষ। ৮ মে ওই ভবনের ল্যান্ড ডিড হস্তান্তর হয়ে গিয়েছে। রাজ্যের তরফে তা তুলে দেওয়া হয়েছে হাইকোর্ট কর্তৃপক্ষের হাতে। এখন সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন উদ্বোধনের তোড়জোড় চলছে। দু’দফায় ঘুরে গিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। সরেজমিনে খতিয়ে দেখে কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তিনি। উদ্বোধনের দিনক্ষণ না জানালেও শীঘ্রই যে নয়া ভবনে সার্কিট বেঞ্চ চালু করে দেওয়া যাবে, সেব্যাপারে আশা প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।  জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের কাজ প্রায় শেষের পথে। - নিজস্ব চিত্র। উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর নির্দেশ শিলিগুড়ির উত্তরায়নে ১০ একর জমিতে কনভেনশন সেন্টার, মুখ্য সচিবের নেতৃত্বে শিল্পপতিদের নিয়ে কোর কমিটি গঠন

     মাটিগাড়ায় ৪০ কোটি টাকায় ডেয়ারি শিল্প গড়ার কাজ

     চা পাতা তোলার ইস্যু নিয়ে টি বোর্ডে ঘেরাও করার নিদান ব্যবসায়ীদের, শ্রমমন্ত্রী মলয় ঘটককে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ

     শিলিগুড়ি সহ উত্তরবঙ্গে ১০ হাজার ১৭৫ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব, হোটেল ও শিল্পতালুক

     জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ৮০ কোটি টাকায় নির্মিত চারটি শিল্পতালুকের উদ্বোধন, পাঁচ হাজার লোকের কর্মসংস্থানের সম্ভাবনা, ক্ষুদ্র ও কুটির শিল্পে জোর

     শিলিগুড়ি, কোচবিহার, মালদহ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, রায়গঞ্জ থেকে দীঘার বাস 

     জলপাইগুড়ি বোদাগঞ্জে ভ্রামরী দেবীর মন্দির সংস্কার করবে পর্যটন দপ্তর
  • Link to this news (বর্তমান)