• কাঠের সাঁকো ভেঙে জখম পড়ুয়া, ভর্তি হাসপাতালে, সুকদেবপুর খাঁড়ির উপর সেতু তৈরির দাবি
    বর্তমান | ২০ মে ২০২৫
  • সংবাদদাতা, তপন: তপনের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সুকদেবপুর খাঁড়ির উপরে নির্মিত বহু পুরনো কাঠের সাঁকো ভেঙে পড়ে গুরুতর আহত হল এক ছাত্র। সোমবার সকালের ঘটনায়। আহত চোদ্দ বছরের এই ছাত্র উত্তর সুকদেবপুর গ্রামের বাসিন্দা। সে ৭ কিমি দূরে একটি মাদ্রাসায় পড়াশোনা করে। এদিন সে সাইকেল নিয়ে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার সময় এই সাঁকো পার হচ্ছিল। সাঁকোর মাঝ বরাবর পৌঁছতেই হঠাৎ সেটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ছাত্রটি সাইকেল সহ সেতুর নীচে পড়ে যায়। এবং মাথা ও বুকে গুরুতর আঘাত পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন।  সেখানেই তার চিকিৎসা চলছে। ছাত্রের বাবা সিরাজুল হক বলেন, ছেলে কয়েকদিন পর মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল। সেতু যে এতটা দুর্বল হয়েছে, তা বুঝতেই পারেনি। ছেলের অবস্থা খুব একটা ভালো নয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দশ বছর আগে গ্রাম পঞ্চায়েত থেকে নির্মিত  সাঁকোটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে দুর্বল হয়ে পড়েছিল। রবিবারের  বৃষ্টিতে কাঠের কাঠামো ভিজে আরও দুর্বল হয়ে পড়ে। সোমবার সকালে ছাত্রটি পার হওয়ার সময় সেটি ভেঙে পড়ে যায়। দক্ষিণ সুকদেবপুরের বাসিন্দা তরিকুল ইসলাম বলেন, এই সাঁকো দিয়ে উত্তর ও দক্ষিণ সুকদেবপুর, নওগাঁ সহ আশপাশের গ্রামগুলির কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন। এখন সেটি ভেঙে পড়ায় আমাদের অনেকটা ঘুরপথে চলাফেরা করতে হচ্ছে। আর কাঠের সেতু নয়, এবার আমরা চাই, এখানে একটি কংক্রিটের সেতু তৈরি হোক। রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গণেশ হাঁসদা জানান, আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি এবং আলোচনার মাধ্যমে একটি স্থায়ী সমাধান বের করার চেষ্টা করছি। তবে এখনই কংক্রিটের সেতু তৈরি করা সম্ভব নয়। ভবিষ্যতের পরিকল্পনায় এটি অন্তর্ভুক্ত করা হবে। আহত ছাত্রের বিষয়ে বিডিওকে জানানো হবে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)