• হরিমাধবের শূন্যতা কাটিয়ে ফের নতুন উদ্যমে কাজ শুরু ত্রিতীর্থের
    বর্তমান | ২০ মে ২০২৫
  • সংবাদদাতা, হিলি: হরিমাধব মুখোপাধ্যায়ের শূন্যতা কাটিয়ে ফের নতুন উদ্যমে কাজ শুরু করেছে বালুরঘাটের ত্রিতীর্থ। বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায়ের হাত ধরে ১৯৬৯ সালে ত্রিতীর্থ-র পথ চলা শুরু হয়েছিল। সম্প্রতি তিনি প্রয়াত হয়েছেন। হরিমাধববাবুর আদর্শ ও ভাবনাকে সামনে রেখে তাঁর প্রয়াণ পরবর্তী সময়ে ত্রিতীর্থের নাটককে এগিয়ে নিয়ে যেতে সংস্থার কর্মকর্তারা একাধিক পরিকল্পনা নিয়েছেন। একাধিক নতুন নাটক মঞ্চায়ন করার জন্য অনুশীলন চলছে। সংস্থার পক্ষ থেকে আগামী ১৮ ডিসেম্বর বালুরঘাটে হরিমাধব মুখোপাধ্যায়ের স্মরণে তিনদিনের নাট্য উৎসব আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে আর্থিক সমস্যার কারণে কাজ এগিয়ে নিয়ে যেতে  সমস্যায় পড়েছেন কর্মকর্তারা।

    বালুরঘাটের বিশিষ্ট নাট্য অভিনেতা কমল দাস  ১৯৭৬ সালে এই সংস্থার সদস্যপদ নিয়েছেন। কমলবাবু বলেন, মঞ্চে দক্ষতার সঙ্গে কীভাবে নাটক করতে হয় সেটা হরিমাধববাবুই আমাকে শিখিয়েছেন। সংস্থার সঙ্গে ৩৮ বছর ধরে যুক্ত প্রবীণ সদস্য অনিরুদ্ধ চক্রবর্তী বলেন, হরিমাধববাবু নাটকটাকে নাটকের মতোই দেখতেন। আমরাও তাঁর আদর্শ সামনে রেখে এগিয়ে যেতে চাই।

    ত্রিতীর্থের বর্তমান  সম্পাদক দুর্গাশঙ্কর সাহা বলেন,আমরা হরিমাধবের আদর্শ ও ভাবনাকে  সামনে রেখে ফের নতুন করে শুরু করার চেষ্টা করছি। এসময়ের দর্শক চাহিদার কথা মাথায় রেখে ত্রিতীর্থের কিছু পরিকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। বহু পুরনো এই প্রেক্ষাগৃহের দর্শকদের বসার আসন অধিকাংশ নষ্ট হয়ে গিয়েছে। 

    প্রেক্ষাগৃহের কাঠের খুঁটিগুলির অধিকাংশই ঘুন ধরেছে। নাট মঞ্চ ঠিক করতে লক্ষাধিক টাকার প্রয়োজন। এর আগে সংস্থা নিজেদের প্রচেষ্টায় যে ফান্ড তৈরি করেছিল সেগুলিও শেষ হয়ে গিয়েছে। এই অবস্থায় আমরা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসন, স্থানীয় সাংসদ ও পুরসভার কাছে সাহায্যের আবেদন জানিয়েছি।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)