• মহামিছিলের সমাগমে দেড় লক্ষ টার্গেট অনুব্রতর
    বর্তমান | ২০ মে ২০২৫
  • সংবাদদাতা, বোলপুর: বোলপুরে আগামী ২৬ মে মহামিছিলের আয়োজন করেছে জেলা তৃণমূল নেতৃত্ব। সোমবার দুপুরে বোলপুরের তৃণমূল কার্যালয়ে তারই প্রস্তুতি বৈঠক সারলে বোলপুর মহকুমা তৃণমূলের নেতারা। উপস্থিত ছিলেন কোর কমিটির অন্যতম সদস্য অনুব্রত মণ্ডল, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, জেলা সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ প্রমুখ। এদিন অনুব্রতবাবু মহকুমা নেতৃত্বকে মহামিছিলে দেড় লক্ষ মানুষের সমাগম করানোর টার্গেট বেঁধে দেন। এছাড়া, মহকুমার বিভিন্ন প্রান্তে বাস সহ অন্যান্য যানবাহনের আয়োজন কীভাবে করা হবে, সেই বিষয়েও ব্লক নেতৃত্বদের সঙ্গে আলোচনা করেন বলে জানা গিয়েছে। তবে, এদিনের বৈঠকে জেলা পরিষদের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল করিম খান উপস্থিত থাকলেও জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে দেখা যায়নি। প্রসঙ্গত, তৃণমূলের জেলা সভাপতি হিসেবে রামপুরহাট থেকে জেলার তিন মহকুমায় আগামী ২৫, ২৬ ও ২৭ মে মহামিছিলের ডাক দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। রবিবার বোলপুরের তৃণমূল কার্যালয়ে আয়োজিত বৈঠকে তাঁর সিদ্ধান্তকেই সিলমোহর দিয়েছে জেলা কোর কমিটি। হাতে রয়েছে এক সপ্তাহের কম সময়। তাই বোলপুর মহকুমা নেতৃত্বকে নিয়ে এদিন তড়িঘড়ি বৈঠকে বসেন অনুব্রতবাবু। বোলপুরের ডাকবাংলো মাঠ সংলগ্ন শান্তিনিকেতন রোড থেকে চৌরাস্তা পর্যন্ত মহামিছিল হবে। এরপর চৌরাস্তায় একটি সংক্ষিপ্ত জনসভারও আয়োজন করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর সাংবাদিকদের অনুব্রতবাবু বলেন, বোলপুরের মহামিছিলে দেড় লক্ষ মানুষের সমাগম হবে। তাতে শহর স্তব্ধ হয়ে যাবে। সংগঠন প্রসঙ্গে তিনি বলেন, দলের কর্মী-সমর্থকরা যত রাস্তায় নামবেন, ততই দলের পক্ষে মঙ্গল। 
  • Link to this news (বর্তমান)