দীঘার জগন্নাথ মন্দিরের সঙ্গে জুড়ছে উত্তরবঙ্গ, ৬ শহর থেকে ভলভো বাস
বর্তমান | ২০ মে ২০২৫
তারক চক্রবর্তী, শিলিগুড়ি: দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর রাজ্যজুড়ে সেখানে যাওয়ার জন্য সাধারণ মানুষের মধ্যে উৎসাহ বেড়েছে। জগন্নাথ মন্দিরে যাওয়ার উৎসাহ উত্তরবঙ্গবাসীর মধ্যেও রয়েছে। এবারে উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরের ছয় জেলা থেকে ছ’টি ভলভো বাস দীঘার উদ্দেশ্যে চলবে। সোমবার শিলিগুড়িতে শিল্প সম্মেলনে যোগ দিয়ে এ কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এ খবর চাউর হতেই খুশির হাওয়া ছড়িয়েছে এই অঞ্চলে। আজ, মঙ্গলবার বাসগুলির চাবি এনবিএসটিসি’র হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী। পরিষেবা কবে থেকে চালু হবে, তা শীঘ্রই জানিয়ে দেওয়া হবে, বলেছেন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়।
২০২৫ সালের ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
মন্দির উদ্বোধন হওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রচুর মানুষ মন্দির দেখতে যাচ্ছে। আবার অনেকের ইচ্ছে থাকলেও সরাসরি ট্রেনের অভাবে যেতে পারছেন না। এনজেপি থেকে সপ্তাহে একটি ট্রেনই ছাড়ে। প্রতি শুক্রবার করে পাহাড়িয়া এক্সপ্রেস দীঘার উদ্দেশ্যে রওনা হয়। স্বাভাবিকভাবেই সংরক্ষিত আসনের টিকিট পাওয়া মুশকিল।
আর সেই মুশকিল আসন করতে উদ্যোগী হয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। ভক্তদের উদ্দেশ্যে মন্দিরে গেট সর্বদাই খোলা রয়েছে। এবারে উত্তরবঙ্গবাসীর জন্য আরও ভালোভাবে মন্দিরে যাওয়ার জন্য ব্যবস্থা করে দেওয়া হল। এজন্য অত্যাধুনিক সুবিধাযুক্ত এই ছ’টি ভলভো বাসে আরামদায়ক যাত্রা করা যাবে। এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
তাঁর কথায়, উত্তরের ছয় জেলা থেকে ছ’টি বাস দীঘায় যাবে। সাধারণ মানুষ অত্যন্ত সুলভমূল্যে এই বাসের মাধ্যমে জগন্নাথ মন্দির গিয়ে জগন্নাথদেবকে দর্শন করতে পারবেন। তিনি আরও জানিয়েছেন, বাসগুলি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের। তারাই রক্ষণাবেক্ষণ সহ অন্যান্য সব দায়িত্বে থাকবে।
বাসগুলি কোন দিন করে যাবে, বাসের ভাড়া কত হবে তা শীঘ্রই নির্ধারণ করা হবে বলে নিগম সূত্রে জানা গিয়েছে। এ বিষয়ে এনবিএসটিসি’র চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, বাসগুলির ব্র্যান্ডিং ও সাজানোর কাজ চলছে। মুখ্যমন্ত্রীর হাত ধরে উত্তরকন্যার কাছে ভিডিওকনের মাঠে এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে মঙ্গলবার। তিনি বাসের চাবি তুলে দেবেন।
রাজ্য সরকারের পরিকল্পনা অনুসারে এখন থেকে ছ’টি জেলা থেকে ছ’টি বাস দীঘায় যাবে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, রায়গঞ্জ ও মালদহ থেকে এগুলি চলবে। বাসের টাইম টেবিল, কবে থেকে ছাড়বে, কোথা থেকে ছাড়বে, ভাড়া কত হবে, সেই সবই আমরা সাংবাদিক সম্মেলন করে এরমধ্যেই জানিয়ে দেব। নিজস্ব চিত্র।