• লোহার রড দিয়ে মেরে পঞ্চায়েত সদস্যাকে খুন, বাড়িতে এসে হামলা চালায় ১৪-১৫ জন দুষ্কৃতী
    বর্তমান | ২০ মে ২০২৫
  • সংবাদদাতা, জঙ্গিপুর: জমি বিবাদের জেরে রবিবার রাতে রঘুনাথগঞ্জে দফরপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যা খুন হয়েছেন। মৃতার নাম মেনকা মণ্ডল (৪০)। তাঁর বাড়ি রঘুনাথগঞ্জ থানার জগদানন্দবাটি গ্রামে। এই ঘটনায় পুলিস মেনকাদেবীর আত্মীয় কুড়ান মণ্ডলকে গ্রেপ্তার করেছে। রঘুনাথগঞ্জ থানার এক পুলিস অফিসার জানিয়েছেন, জমি নিয়ে নিজেদের মধ্যে গণ্ডগোলের জেরে এক পঞ্চায়েত সদস্যার মৃত্যু হয়েছে। অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেনকাদেবীর স্বামী নারায়ণ মণ্ডলের ৩৮ শতকের মতো একটি জমি আছে। সেই জমির দিকে নজর পড়ে ওই পরিবারের জামাই কুড়ান মণ্ডলের। সেই জমি নিয়ে দু’পক্ষের মধ্যে অশান্তি চলছিল বেশ কিছুদিন ধরে। জমি বিবাদ মেটানোর জন্য মাস তিনেক আগে গ্রামে সালিশি সভা বসে। স্থানীয় লোকজন উভয়পক্ষকে নিয়ে শান্তি বজায় রেখে চলার পরামর্শ দেয়। উভয়পক্ষ তখনকার মতো তা মেনেও নেয়। কিছুদিন পরে রাতারাতি পুরো জমি পাঁচিল তুলে ঘিরে নেয় অভিযুক্ত। নিজের জমি ফিরে পেতে আদালতে মামলা করেন নারায়ণবাবু। এই নিয়ে দু’পক্ষের মধ্যে দ্বন্দ্ব চরমে ওঠে।

    রবিবার দুপুরে বাড়িতে রান্না করছিলেন মেনকাদেবী। অভিযুক্তরা তাঁর বাড়ির সামনে আবর্জনা ও নোংরা জল ফেলে বলে অভিযোগ। মেনকাদেবী প্রতিবাদ করতেই উভয়পক্ষের মধ্যে বচসা বাধে। অশান্তি চরমে উঠলে কুড়ান মণ্ডল দলবল নিয়ে ওই সদস্যার উপর হামলা চালায় বলে অভিযোগ। সেই সময় লোহার রড দিয়ে মেনকাদেবীর মাথায় একাধিকবার আঘাত করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। তাঁর স্বামী নারায়ণ মণ্ডল স্ত্রীকে সাহায্য করতে গেলে তাঁকেও বেধড়ক মারধর করা হয়। পরে ছেলেরা এলে তাদের একজনকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়। তার মাথায় সাতটি সেলাই পড়েছে। অপর দুই ছেলের হাত ভেঙে দেয় বলে অভিযোগ। স্থানীয় লোকজন তাঁদের সকলকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন। মেনকাদেবীর অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

    মৃতের স্বামী নারায়ণ মণ্ডল জঙ্গিপুর হাসপাতালের বেডে শুয়ে বলেন, আমাদের পৈত্রিক জমির বৈধ কাগজপত্র রয়েছে। কুড়ান আমাদের বংশের জামাই হয়। শ্বশুরবাড়ির সম্পত্তিতে তারও অধিকার আছে বলে সে দাবি করে। সেই সুবাদে আমাদের জমি ও দখল করে নেয়। মিথ্যা মামলায় ফাঁসিয়ে আমাদের জেলও খাটায়। আমরা ওর বিরুদ্ধে মামলা করলে নানাভাবে আমাদের উপর অত্যাচার শুরু করে। দফরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মঞ্জুর আলি বলেন, এলাকার সবাইকে নিয়ে একটা মীমাংসা করা হয়েছিল। তারপরও এভাবে একজন মহিলাকে যারা খুন করল তাদের পুলিস শাস্তি দিক।  নিহত পঞ্চায়েত সদস্যার পরিবারের লোকেরা (উপরে)। (নীচে) পঞ্চায়েত সদস্যা মেনকা মণ্ডল। নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)