খড়্গপুরে সেনাবাহিনীকে সম্মান জানিয়ে তৃণমূলের বিশাল মিছিল
বর্তমান | ২০ মে ২০২৫
নিজস্ব প্রতিনিধি, খড়গপুর: কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার যোগ্য জবাব দিয়েছে ভারতের সেনাবাহিনী। সোমবার খড়্গপুর শহরে তৃণমূলের নেতাকর্মীরা সেনাবাহিনীর পাশে দাঁড়ানোর শপথ নিলেন। রবিবার বিকেলে তাঁরা সুবিশাল মিছিল আয়োজন করেন। মিছিলে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, খড়্গপুর পুরসভার চেয়ারপার্সন কল্যাণী ঘোষ, প্রাক্তন চেয়ারম্যান প্রদীপ সরকার, রবি পাণ্ডে, জহরলাল পাল সহ শাসকদলের প্রথম সারির নেতৃত্ব অংশ নেয়। শাসকদলের নেতারা জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই কর্মসূচি পালিত হয়েছে।
জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ বলেন, সেনাবাহিনীর লড়াইকে আমরা কুর্নিশ জানাচ্ছি। আমরা দেশের সেনাবাহিনীর পাশে সর্বদা থাকব। খড়্গপুরে তৃণমূলের মূল মন্ত্র একতা। সবার সহযোগিতা ছাড়া এত বড় মিছিল আয়োজন সম্ভব ছিল না। দলের নেতাকর্মীরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকবেন।
পুরসভার চেয়ারপার্সন বলেন, দলের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। এদিনের মিছিলে মহিলা কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দেশকে রক্ষা করতে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ।
বাম আমলেই খড়্গপুর শহরে তৃণমূলের উত্থান শুরু হয়। পরে রাজ্যে তৃণমূল ক্ষমতায় এলে উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়। খড়্গপুরে তৃণমূলের সংগঠন বৃদ্ধির অন্যতম কারিগর ছিলেন নির্মল ঘোষ। পরে এই রেল শহরে বিজেপি ভালো ফল করলেও তৃণমূলের সংগঠন এখনও মজবুত আছে। সেজন্যই গত পুরভোটে জয়ী হয়ে এখানে বোর্ড গঠন করে তৃণমূল।
খড়গপুর শহর তৃণমূলের উদ্যোগে সারাবছর ধরে নানা কর্মসূচি হয়। তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, পয়লা বৈশাখ সহ নানা দিনে শহরে তৃণমূলের নেতাকর্মীরা বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেন। সমাজকল্যাণমূলক কাজেও তাঁরা এগিয়ে থাকেন। খড়্গপুর শহর তৃণমূলের উদ্যোগে সারাবছর ধরেই রক্তদান, বস্ত্রদান, দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের বইখাতা দেওয়ার মতো কর্মসূচি চলে। করোনা সঙ্কটেও ঘাসফুল শিবির মানুষের পাশে দাঁড়িয়েছিল। সেসময় ঝুঁকি নিয়ে করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি খাবার, ওষুধ পৌঁছে দিয়েছিলেন তৃণমূলের নেতাকর্মীরা। রেল শহরে খেলাধুলোর পরিবেশ বজায় রাখতে তৃণমূল নেতাকর্মীরা নানা টুর্নামেন্টের আয়োজনও করেন।
শহর তৃণমূলের সভাপতি সূর্যপ্রকাশ রাও বলেন, মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল কর্তব্য। দলের নেতাকর্মীরা মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়েন। সমাজকল্যাণমূলক কাজে দলের তরফে নানারকম সহযোগিতা করা হয়।-নিজস্ব চিত্র