কাঁথিতে কবর থেকে কঙ্কাল তুলে তার সঙ্গে ‘সেলফি’, যুবককে গণধোলাই
বর্তমান | ২০ মে ২০২৫
সংবাদদাতা, কাঁথি: কাঁথিতে কবরস্থান থেকে নরকঙ্কাল বের করে তার সঙ্গে সেলফি তোলার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় ওই যুবককে আটকে গণধোলাই দেন এলাকার বাসিন্দারা। পরে পুলিস এসে তাকে আটক করে নিয়ে যায়। সোমবার সকালে এমনই আজব ঘটনার সাক্ষী থাকলেন কাঁথি শহর লাগোয়া শ্রীরামপুর গ্রামের বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তবে, যুবককে উদ্ধার করতে গেলে কিছু মানুষ বাধা দেয়। তারপরেই পুলিস-জনতার খণ্ডযুদ্ধ বেধে যায়। শুরু হয় বিক্ষোভ। শেষ পর্যন্ত কমব্যাট ফোর্সের সাহায্যে উত্তেজিত জনতার হাত থেকে ওই যুবককে উদ্ধার করে পুলিস।
পুলিস জানিয়েছে, বছর ৩২-এর ওই যুবকের নাম প্রভাকর শীট। তার বাড়ি এগরার মহরমপুর এলাকায়। তবে ওই যুবক অসুস্থ থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। পাচারের উদ্দেশ্য নাকি তন্ত্রসাধনার জন্য সে কঙ্কালটি তুলেছিল, তা পরিষ্কার হয়নি। প্রশ্ন উঠেছে, এগরা থেকে কেন শ্রীরামপুর গ্রামে এসে কবর থেকে কঙ্কাল তুলল ওই যুবক? পুলিস প্রাথমিকভাবে জানতে পেরেছে, ওই যুবক মানসিক ভারসাম্যহীন। তার চিকিৎসাও চলছে। মানসিক ভারসাম্যহীন হওয়ায় এমন কাণ্ড ঘটিয়েছে সে।
শ্রীরামপুর গ্রামে রাস্তার পাশেই গাছগাছালি ঘেরা জায়গার মধ্যে কবরস্থানটি রয়েছে। এদিন সকাল ১০টা নাগাদ সেখানেই ঘটনাটি ঘটে। কবরস্থানে একটি জায়গা থেকে ওই নরকঙ্কালটি কোনওভাবে বাইরে বের করে আনে ওই যুবক। নরকঙ্কালটি কোনও মহিলার বলে জানা যায়। স্থানীয়রা জানান, এরপর সে কখনও কঙ্কালের গলা টিপতে থাকে। কখনও উপরের দিকে তুলে ঘুসি মারতে থাকে। কখনও বাঁশ দিয়ে মাথায় পেটায়। কখনও কঙ্কালটিকে মাথায় নিয়ে গোটা কবরস্থান ঘুরতে থাকে। পাশাপাশি পাঁচিলের সঙ্গে গামছা দিয়ে কঙ্কালটিকে বেঁধে নির্বিকারভাবে দাঁড়িয়ে সেলফিও তুলতে থাকে। ঘটনা দেখে স্থানীয় লোকজন দৌড়ে আসেন। তাঁরা জিজ্ঞাসাবাদ করলে অসংলগ্ন উত্তর দেয় ওই যুবক। ঘটনাটি জানাজানি হতেই বহু মানুষ সেখানে জড়ো হন। এরপরই তাকে মারধর এবং একটি ঘরে আটকেও রাখে উত্তেজিত জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিস। কাঁথির এসডিপিও দিবাকর দাস বলেন, কঙ্কালটি প্রায় ৮ বছরের পুরনো। যুবক সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। কী কারণে সে এই ঘটনা ঘটাল, সেব্যাপারে বিস্তারিত জানানো হবে।