• এভারেস্ট জয় করে নজির গড়লেন পুলিস কনস্টেবল তমলুকের যুবক
    বর্তমান | ২০ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, তমলুক: তমলুক থানার মথুরী গ্রামের লক্ষ্মীকান্ত মণ্ডল এভারেস্ট শৃঙ্গ জয় করে নজির গড়লেন। লক্ষ্মীকান্তবাবু পেশায় পুলিসের কনস্টেবল। বারাকপুর ৩ নম্বর ব্যাটেলিয়নের ওই সশস্ত্র পুলিস কর্মী এই মুহূর্তে কলকাতা পুলিস কমিশনার মনোজ ভার্মার নিরাপত্তা রক্ষী। তাঁর সাফল্যে পুলিস মহল উচ্ছ্বসিত। সোমবার সকাল সাড়ে ৮ নাগাদ লক্ষ্মীকান্তবাবু এই গ্রহের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ জয় করেন। পুলিস কমিশনারের অফিস থেকে তাঁর বাড়িতে ফোন করে ওই সুখবর দেওয়া হয়। পাশাপাশি এদিন জেলা পুলিসের পক্ষ থেকেও লক্ষ্মীকান্তবাবুর বাড়িতে গিয়ে তাঁর বয়স্ক বাবা, মা ও ভাইকে শুভেচ্ছা জানানো হয়। তমলুকের মহকুমা পুলিস অফিসার আফজল আব্রার ও তমলুক থানার আইসি সুভাষচন্দ্র ঘোষ পুষ্পস্তবক, মিষ্টি ও উপহার সামগ্রী নিয়ে তাঁর বাড়িতে পৌঁছে যান।

    লক্ষ্মীকান্তবাবু ২০১২ সালে পুলিস কনস্টেবলের চাকরি পান। তাঁর বাবা বনমালিচরণ মণ্ডল এনভিএফ কর্মী ছিলেন। ২০১২ সালে জানুয়ারি মাসে তিনি তমলুক থানা থেকে অবসর নেন। ওই বছরই লক্ষ্মীকান্তবাবু পুলিস কনস্টেবলের চাকরি পান। ভূগোলে মাস্টার ডিগ্রি করা লক্ষ্মীকান্তবাবু পাহাড়, পর্বত ভালোবাসেন। ধীরে ধীরে তিনি পর্বতশৃঙ্গ জয় করার স্বপ্ন দেখতে শুরু করেন। সেইমতো অনুশীলন ও প্রস্তুতি শুরু হয়। দার্জিলিংয়ে অবস্থিত হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউট থেকে বেসিক মাউন্টেনিয়ারিং কোর্স(বিএমসি), অ্যাডভান্সড মাউন্টেনিয়ারিং কোর্স(এএমসি), সার্চ অ্যান্ড রেসকিউ কোর্স করেছেন। ২০২৪ সালে ৭০৭৭ মিটার উঁচু মাউন্ট কুন, ৬৯৪০ মিটার উঁচু পিনাকেল শৃঙ্গ জয় করেন।

    এভারেস্ট শৃঙ্গ জয় করার লক্ষ্যে গত ১২ এপ্রিল বাবা-মায়ের আশীর্বাদ নিয়ে তমলুক থানার মথুরীর বাড়ি থেকে রওনা দেন লক্ষ্মীকান্তবাবু। ছেলের এভারেস্ট জয় করার খবরে খুশি হলেও সুস্থভাবে নেমে না আসা পর্যন্ত বাবা-মায়ের উদ্বেগ কমছে না। বিশেষ করে নদীয়ার এক পর্বতারোহীর ফেরার পথে দুর্ঘটনার খবরে তাঁরা চিন্তিত। তাই ছেলের সাফল্যের দিনে সফলভাবে ফিরে আসার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। এভারেস্ট জয়ী লক্ষ্মীকান্তবাবুর বাবা বলেন, ভূগোল নিয়ে স্নাতক ও স্নাতকোত্তরে পড়ার সময় থেকেই ছেলের মধ্যে পর্বতারোহী হওয়ার স্বপ্ন তৈরি হয়। তারপর দার্জিলিংয়ে এনিয়ে কোর্স ও প্রয়োজনীয় গাইড নিয়েছে। গত বছর দু’টি শৃঙ্গ জয় করেছে। কিন্তু, এভারেস্ট জয় করা ওর স্বপ্ন ছিল। ১৯ মে সকাল সাড়ে ৮টায় ছেলের সেই স্বপ্ন সফল হয়েছে। আমরা কলকাতা পুলিস কমিশনারের অফিস থেকে এই সুখবর পেয়েছি। ছেলের সঙ্গে কোনওভাবে কথা বলার সুযোগ হয়নি। ছেলে যাতে সফলভাবে নেমে আসতে পারে সেই প্রার্থনা করছি। জেলার পুলিস সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন, পূর্ব মেদিনীপুরের যুবক তথা একজন পুলিস কনস্টেবল এভারেস্ট জয়ী করেছেন। এটা গোটা জেলার গর্ব। পাশাপাশি আমাদের পুলিস মহলের কাছেও গর্বের বিষয়। আমরা এটা জানার পরই জেলা পুলিসের উদ্যোগে লক্ষ্মীকান্তবাবুর বাড়িতে গিয়ে তাঁর বাবা-মাকে শুভেচ্ছা জানানো হয়েছে।
  • Link to this news (বর্তমান)