সংবাদদাতা, কাকদ্বীপ: সোমবার কুলপির বাবুরমহল গ্রাম পঞ্চায়েতে উপ-সমিতি গঠনকে কেন্দ্র করে দিনভর উত্তেজনা দেখা যায়। সকাল থেকে পুলিসি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল পঞ্চায়েত এলাকা। অবশেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপ-সমিতি গঠন করল তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের সময় বাবুরমহলে তৃণমূল কংগ্রেস পাঁচটি আসনে জয়লাভ করেছিল। অন্যদিকে বিরোধীরা ছয়টি আসনে জিতে জোট বেঁধে গ্রাম পঞ্চায়েত দখল করে। কিন্তু এই পঞ্চায়েতে দীর্ঘ প্রায় আড়াই বছর ধরে উপ-সমিতি গঠন করা সম্ভব হয়নি। কারণ উপ সমিতি গঠনের প্রক্রিয়া অনুযায়ী তৃণমূলের পাঁচজন জয়ী সদস্য ও পঞ্চায়েত সমিতির দু’জনকে নিয়ে মোট সাতজন ছিল। অন্যদিকে, এই পঞ্চায়েতে বিরোধীদেরও ছ’জন এবং পঞ্চায়েত সমিতির একজন নিয়ে সাতজন হয়। দু’পক্ষ সমান হওয়ায় উপ সমিতি গঠন করা যায়নি।
এই বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের হয়েছিল। শেষে আদালত উপ-সমিতি গঠনের নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনে সোমবার উপ-সমিতি গঠনের সভা হয়। সেখানে আইএসএফের এক পঞ্চায়েত সমিতির সদস্য যোগ দেন তৃণমূলে। এতে তৃণমূল সংখ্যায় এগিয়ে যায়। ফলে এদিন চারটি উপ সমিতি এককভাবে তৃণমূলই দখল করে। বিরোধীরা কেউ নির্বাচনে অংশ নেননি। এ বিষয়ে কুলপির ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রিয় হালদার বলেন, এতদিন পর্যন্ত এই গ্রাম পঞ্চায়েতে উন্নয়নের টাকা পড়ে রয়েছে। এবার সেই টাকা খরচ করে এলাকার উন্নয়ন করা হবে।